প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১০, ২০২৫, ২:৪৪ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১০, ২০২৪, ২:১৪ পি.এম
কবিতাঃ- ব্যস্ত জীবন
কলমেঃ- নাইমা ইসলাম
গান লিখেছি, গান লিখেছি
শুনবি নাকি বল?
শুনবি যদি, রাত ভেঙে তুই
নিজের সাথেই চল।
কার ভরসা করিস রে তুই
কে রবে তোর সাথ!
আপন আপন সমস্যাতে
সবাই কুপোকাত।
উপর থেকে সবাই সুখী
ভেতর জ্বলে রোজ!
এই শহরের ব্যস্ত জীবন
কে রাখে কার খোঁজ।।
# নাইমা ইসলাম
পূর্ব নাসিরাবাদ, চট্টগ্রাম
বাংলাদেশ।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com