প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ১১:২৫ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ১২:৫৯ পি.এম
কবিতা: কাছে থেকেও দূরে
কলমে: মহসিন আলম মুহিন
মায়া ভরা মুখ খানা খুঁজে ফিরি
রাত দিন,
মনের মাঝে দেখি তোমায়, নয়নে অন্তরীণ।।
রেললাইন পাশাপাশি যায় না ছোঁয়া,
কাছে থেকে দূরে তুমি এ কেমন মায়া।।
চাঁদের মতো জ্যোৎস্না দিয়ে দূর আকাশে থাকো,
যায় না ছোঁয়া হাত বাড়ালে বিরহের ছবি আঁকো।।
নিঃশ্বাসে বিশ্বাসে আছো তুমি মিশে,
তবুও মনে হয় যেনো দূরদেশে।।
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com