প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ১৩, ২০২৫, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৩, ২০২৪, ৬:৪৯ এ.এম
ছড়া: তাল – কলমে: সুশান্ত কুমার দে
ভাদ্র মাসে তাল পাকে
বৈশাখে তার চোখ,
আশ্বিনে আঁটি কেটে
শাঁস খায় লোক।
চৈত্র ও বৈশাখ মাসে
চোখে ঝরে কষ,
আহা কি মিষ্টি স্বাদের
এমন মধুর রস?
গাছি আনে রস পেড়ে
চেপে দুই ঘাড়ে,
মৌমাছিরা পিছু পিছু
ধাওয়া করে তারে।
তালের রসে গুড় পাটালী
কত মজার স্বাদে,
খোকা খায় তালের বড়া
চড়ে দাদুর কাঁধে!
প্রধান উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। প্রধান সম্পাদক: শাহিদা আক্তার তন্নি। সম্পাদক ও প্রকাশক আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। অফিস: মতিঝিল ঢাকা-১০০০ 01715-907221 ইমেইল:ajkaleralo@gmail.com