কলমেঃ ফাতেমা আক্তার
তোমার এতো যত্ন আমাকে তোমার কাছে টেনে নিচ্ছে , হয়তো একটা সময় আসবে যখন তুমি আমার থেকে দুরে যেতে চাইবে তখন আমার বিষণ কষ্ট হবে, তখন শুধু মনে হবে আমার একটা পাগল ছিল যে তার কথা না ভেবে সবসময় আমার কথা ভাবতো।
সে কখনো তার চিন্তা করতো না, যখন যেখানে খুশি বলে বসত আমি তোমাকে ভালোবাসি পাগলী, আমার পাগলী টা কেমন আছে এখন, আমার পাগলী টা ভালো না থাকলে আমি কিভাবে ভাল থাকি, এই যে তোমার একটু যত্ন নিও আমার জন্য।
মাঝে মধ্যে মনে হয় তুমি আমার জন্য সৃষ্টি হয়েছো, আমার কথা এতো কেন ভাবো না হলে, আমি তো তেমন রূপবতী ও নয় তোমার এই যত্ন গুলো আমার কাছে রত্ন সমতুল্য।
তোমার ভালোবাসার কাছে মাঝে মধ্যে হেরে যায়, মনে হয় পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মানুষ টি আমি যে তোমার মতো যত্নশীল মানুষ আমি পেয়েছি, এখন পর্যন্ত তোমাকে ভালোবাসি কথাটাই বলতে পারি নাই, তবু এত ভালোবাসা পাই ।
ভালো থেকো ভালোবাসা, আমাকে ও একটু ভালো রেখো, আমি শুধু তোমার ভালোবাসা হয়ে বেঁচে থাকতে চাই মৃত্যুর পর ও যেন তোমাকেই চাই তোমাকেই পায়।