মোঃ ইউসুফ খাঁন, রংপুর থেকে
রংপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের স্কাই ভিউ বাড়িতে হামলা ও বাড়ির সামনে থাকা মোটরসাইকেলে আগুন ধরিয়ে দিয়েছে দুবৃত্তরা। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার আগেই সটকে পরে ।
বিষয়টি নিশ্চিত করেছেন, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাবেক মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা,ভাইস চেয়ারম্যান এসএম ইয়াসির, আজমল হোসেন লেবু, জেলা যুবসংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম।
বর্তমানে সেখানে সেনা মোতায়েন করা হয়েছে।
রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা রাত ৮টার দিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের এর রংপুরে অবস্থান করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে ।
রংপুর প্রেসক্লাব এলাকা থেকে বিক্ষোভ মিছিল নিয়ে সেনাপাড়াস্থ স্কাইভিউ জিএম কাদেরের বাসভবনের দিকে রওয়ানা হয়। পরে তারা সেখান থেকে ফিরে এসে গ্র্যান্ড হোটেল মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকে।এ রিপোর্ট লেখা পর্যন্ত তারা সেখানে অবস্থান করছেন।
জাপাচেয়ারম্যান জিএম কাদেরের বাড়িতে হামলা ও বাড়ির সামনে অগ্নিসংযোগের পরপরেই জাতীয় পার্টির নেতারা ছুটে আসে স্কাই ভিউতে। বর্তমানে সেখানে তারা অবস্থান করছেন। জাতীয় পার্টির নেতাকর্মী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মুখোমুখি অবস্থানে চরম উত্তেজনা তৈরি হয়। পৌনে ১০টায় লেখা পর্যন্ত জিএম কাদেরের উপস্থিতি নিশ্চিত হওয়া যায়নি।
প্রসঙ্গত,বিকেলে নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ এ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের সমালোচনা বক্তব্য প্রদান করেন পার্টির চেয়ারম্যান জিএম কাদের।