বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম:
কবিতাঃ শোকাহত সুনামগঞ্জের জগন্নাথপুরে এনসিপির লিফলেট বিতরণ আসন্ন গজারিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার মোঃ মাজহারুল ইসলামের গনসংযোগ ও পথসভা অধূমপায়ীদের স্বাস্থ্য সুরক্ষায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন কার্যালয় ধূমপানমুক্ত ঘোষণা হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী মোঃ কাইছ এর খুঁটির জোর কোথায়? শাল্লায় পুলিশের পৃথক অভিযানে ১৫ লাখ টাকার গাঁজাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ধর্মপাশায় মিথ্যা ও ভুয়া সংবাদের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সভা কবিতা: অগ্নিপথ মাইলস্টোন ট্র্যাজেডিতে জনস্বার্থে বাংলাদেশের প্রেসিডেন্ট বাবুল হোসেনের শোক প্রকাশ কবিতাঃ ভাঙা মানুষটা এখনো বাঁচে

বাংলাদেশ চালাচ্ছেন কারা?

Coder Boss
  • Update Time : বৃহস্পতিবার, ৫ জুন, ২০২৫
  • ৪৪ Time View

লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম

জুলাই, ২০২৪ কোটা আন্দোলনের পথ ধরে সরকারের ভুল অপরিনামদর্শী নির্বোধ হ্যান্ডলিংয়ের সুযোগে দেশি-বিদেশি পূঁজি বিনিয়োগে সরকার পতন হয় এবং কিছু অপরিপক্ক রাজনৈতিক জুনিয়র নোবেলজয়ী ডঃ ইউনূস কে এনে ক্ষমতায় বসায়! এমন জনগণের আন্দোলনে এদেশে “হুসেইন মুহম্মদ এরশাদ ও বেগম খালেদা জিয়া” ক্ষমতা ছেড়েছেন কিন্তু পরবর্তী যারা ক্ষমতায় এসেছেন এমন লেজেগোবরে অবস্থা কখনওই হয় নাই! মেরুদণ্ডে ভর করে বাংলাদেশ চলেছে তার নিজ গতিতে!

প্রিয় পাঠক, এবার যিনি ক্ষমতা হারালেন তার নির্বুদ্ধিতায় যারা ক্ষমতায় এলেন তাদের অপরিপক্কতা এবং সম্পূর্ণ বাংলাদেশের বিপরীত মেরুর লোক হয়ে দাড়ালেন স্বল্প দিনে যা তাদের দেশ তথা বিশ্বের মুখোমুখি দাড় করায় দিলো মাত্র নয় মাসে! কিছু মানুষের যে আশা ভরসা তাদের নিয়ে করছিলেন তাদের চিন্তা চেতনাকে ধূলিসাৎ করে দিলেন রাতারাতি বাংলাদেশের খোলনলচে পাল্টায় তাকে “মিনি পাকিস্তান” বানাতে যেয়ে! ১৯৭৫ সালে ও বাংলাদেশ কে ১৮০ ডিগ্রি বিপরীতে আনা হয়েছে তবে সেখানে ঝানু কিছু রাজনৈতিক নেতা ছিলেন! ধরুন খন্দকার মোশতাক, শাহ আজিজ, ভাসানী ন্যাপের যাদু মিয়া পরবর্তী তে ডাঃ বদরুদ্দোজা চৌধুরী ইত্যাদি। এখন যাদের ডঃ ইউনূস সাহেব কেবিনেটে নিয়েছেন তারা তাদের তুলনায় শিশু! কোন উপদেষ্টার তিন বিয়ে, কেউ মিথ্যা কথা বলেছেন ২৬ লাখ ভারতীয় চাকুরী করে বাংলাদেশে, কারো ডক্টরেট বা ব্যারিস্টারি সনদ জাল!
আদালতের বিচারপতি “সৈয়দ রেফাত আহমেদ ” কে তাড়িয়েছেন নিয়মকানুন বহির্ভূত, নিরাপত্তা উপদেষ্টা অধিকার এনজিও র জনাব খলিল সাহেব ব্রাসেলসে বাংলাদেশে মানবতা নাই সন্মেলন ডেকে ইউরোপীয় দোশ গুলোর কাছে মিথ্যাবাদী প্রমানিত হয়েছেন! এখন ও তিনি কি বলছেন আর কি করছেন “মানবিক করিডোর” নিয়ে তা বড়ই গোলক ধাঁধা!

প্রিয় পাঠক, বর্তমান সরকার ক্ষমতায় এসে সেন্ট মার্টিন, সাজেস ভ্যালি বাংলাদেশীদের প্রবেশ বন্ধ করেছেন! কেন ভাই? মানবিক করিডোর মানেই সামরিক করিডোর তা কি আপনাদের জানা নাই! আফ্রিকার দেশগুলো আজও জ্বলছে যুদ্ধ বিগ্রহে, সিরিয়া ইরাক লিবিয়া আফগান কোথায় শান্তি আছে?
বিদেশ উপদেষ্টা ২৮ শে এপ্রিল বলেছেন,”জাতিসংঘের অনুরোধে সরকার রাজী হয়েছে রাখাইনদের মানবিক করিডোর দিতে”! জনাব খলিল কাতার সিঙ্গাপুর কি মিটিং সিটিং করে আসলেন, সেনাপ্রধান করিডোর নিয়ে ভিন্ন মত পোষণ করলে আপনারা ভোল পাল্টে বললেন,”তেমন কোন আলোচনা হয় নাই, দ্রুত I C B A
TALK এ UN Resident Coordinator in Bangladesh Gway Lewis আপনাদের সহযোগিতায় এগিয়ে এলেন,”করিডোর নিয়ে কোন আলোচনা হয় নাই বরং এমন সিদ্ধান্তের আগে চীন বাংলাদেশ মিয়ানমারের সরকারের সাথে আলাপ করা প্রয়োজন!”
এতদিন পর তিনি কেন লিগাল লজিক মত কথা বললেন? আসলে আপনারা দেশটাকে কোথায় নিতে চান? এত তাড়াতাড়ি কি প্রয়জন মুজিব নগর সরকারের ৪০০ জন বিশ্ব খ্যাত ব্যক্তি মুক্তি যোদ্ধা না ঘোষণা করার? মুজিব মুক্তি যোদ্ধা নয় এ কথা বলা কি খুব প্রয়োজন? টাকার নোট থেকে “জাতির জনকের ছবি বিশ্বে কোথাও মুছে দিছে, দেখোছেন? ৯০% মুসলমানের দেশে মসজিদ মুছে মন্দির গীর্জার ছবি দিয়ে কাকে খুশি করতে চান, নরেন্দ্র মোদির এবং মিঃ ট্রাম্পকে?

প্রিয় পাঠক, বিশ্ব ব্যাংকের হিসাব মতে আসছে বিশ্ব অর্থনৈতিক জরিপে বাংলাদেশের জিডিপি ৩.৩, ১৯৭৪ সালে কেনা খাদ্য জাহাজ বঙ্গোপসাগর থেকে ফেরত নিয়ে পরিকল্পিত দুর্ভিক্ষ সৃষ্টির সময় ও বাংলাদেশের জিডিপি এখনকার থেকে বেশী ছিলো। এদিকে
সরকারের কোন নজর নাই, অর্থনীতিবিদ “দেবপ্রিয় ভট্টাচার্যের যিনি আজীবন আওয়ামী বিরোধী, জরিপে বলেছেন, ” ২৭ লক্ষ লোক দরিদ্র সীমার নিচে নেমে গেলো এই সরকার আমলে!” বিগত স্বৈরাচার অপরিনামদর্শী নির্বোধ শাসক আমলের সেই সব শিল্প নগরী অচল, বিদেশি বিনিয়োগ নাই, তা হলে আমাদের আগামী প্রজন্ম কোথায় কাজ করে খাবে, বেকারত্ব কত ভাগ বেড়ে যাচ্ছে সরকার সেদিকে নজর কই, কোন সন্ত্রাসী কে জেল থেকে ছাড়বে কোন নেতাকে জেল থেকে খালাস করলে পাকিস্তান পক্ষে কথা বলবে এসব কোন রাজনীতি? জামাতের আযহার আলী ছাড়া পেয়ে বলেছেন, ” এখন যারা পাকিস্তানের মেজর ব্রিগেডিয়ার মুক্তি যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ করেছে তাদের অর্থাৎ টিক্কা নিয়াজি জেডএ খানদের ডেকে বাংলাদেশের সর্বোচ্চ খেতাব দিতে!

যারা দেশের এ মুহূর্তের কর্ণধার তারা সবাই বিদেশি নাগরিক, কেউ কেউ একাধিক দেশের, পরিকল্পনা কি আপনাদের? গরীব ধর্মপ্রান দেশপ্রেমিক বাঙালিদের গলায় রশি দিয়ে আপনারা আপনাদের আরামে বসবাসের দেশে চলে যাবেন? এমন প্রশ্ন জাগে আমাদের মনে, অবশ্য সবার মনে নয়, তারা এখনও বোগল বাজায়, এদেশের সব চেয়ে আহম্মক হলো “শিক্ষিত অশিক্ষিত রা, তারা দেখে গুতেরেস এসে ১ লক্ষ ৮০ হাজার রোহিঙ্গা নিয়ে গেলো! কিন্তু ভাবলো না কার হাতে যাবে, মিয়ানমারের সরকার কে? মিথ্যা ঘোষণার আড়ালে আরো ১ লক্ষ ৩০ হাজার প্রবেশ!
কেন সরকার প্রবেশ করতে দেন, মতলব কি? এসব ঐ লোকগুলো বোঝার জ্ঞান বুদ্ধি আই-কিউ নাই কিন্তু একাডেমিক সনদ অনেক জোগাড় করেছে!

ভালো থাকেন সুস্থ থাকেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102