প্রভাষক জাহিদ হাসান, নিজস্ব প্রতিবেদক:
দখলকৃত অঞ্চল ছেড়ে যেতে ইসরায়েলিদের প্রতি হুঁশিয়ারি দিয়েছে ইরান। অন্যথায় তাদের পরিণতি করুণ হবে বলে সতর্ক করেছে দেশটির সশস্ত্র বাহিনী।
রোববার (১৫ জুন) রাতে ইসরায়েলের বিরুদ্ধে নতুন হাইব্রিড হামলা শুরুর পরপরই এ হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ।
ইসরায়েলিদের উদ্দেশ্য করে ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র কর্নেল রেজা সাঈদ বলেছেন, "আগামী দিনগুলোতে তোমাদের জন্য সতর্কীকরণ: অধিকৃত অঞ্চলগুলো ছেড়ে দাও। কারণ, ভবিষ্যতে অবশ্যই এগুলো বসবাসের যোগ্য থাকবে না!"
তিনি আরও বলেন, "মাটির নিচে আশ্রয় নিলেও ইসরায়েলিরা নিরাপদ থাকবে না।"
Source: International Media