মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় ব্যুরো প্রধান
খুলনার হরিণটানা থানা এলাকায় বাবলু দত্তকে জবাই করে হত্যার ঘটনায় গত ২৭ জুন ২০২৫ তারিখ মৃত বাবুল দত্তের ছেলে দিপু দত্ত বাদী হয়ে একটি হত্যা সংক্রান্ত মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পরপরই হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করেন পুলিশ। এবিষয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িত আসামীদের সনাক্ত করেন থানা পুলিশ। পরবর্তী তে খুলনার ফুলতলা এলাকা থেকে ১/সুমন শেখ (৪৫) ও ২ /মুক্তি মোল্লা (৫৩) কে গ্রেপ্তার করেন হরিণটানা থানা পুলিশ। পুলিশের
জিজ্ঞাসাবাদে আসামীদ্বয় ভিকটিম বাবলু দত্তকে জবাই করে হত্যার কথা স্বীকার করেন বলে জানা যায়।এ সময় আসামীদের দেখানো মতে খুলনার রাজবাঁধ দক্ষিণ পাড়ার একটি খালের মধ্য হতে হত্যাকান্ডে ব্যবহৃত ২ টি চাপাটি উদ্ধার করেন।
এছাড়া আসামীদ্বয়কে গ্রেপ্তার কালে তাদের হেফাজত হতে ২ টি মোবাইল ফোন এবং ১ টি মোটরসাইকেল উদ্ধার করেন।
প্রাথমিক তদন্তে জানা যায় যে, বাবলু দত্ত ২৬ জুন রাতে কাজ শেষে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ব্যবসায়িক দ্বন্দ্বের জের ধরে আসামীরা পূর্ব পরিকল্পিত ভাবে পথরোধ করে কৌশলে পাশের মেহগনি বাগানে নিয়ে যায় এবং ধরালো ছুরি দিয়ে জবাই করে হত্যা নিশ্চিত করে পালিয়ে জান।
থানার রেকর্ডপত্র পর্যালোচনা করে গ্রেপ্তারকৃত আসামী সুমন শেখের বিরুদ্ধে ২ টি মামলার তথ্য পাওয়া যায়। তাদের বিরুদ্ধে আরো কোন মামলা আছে কী না তা যাচাই করা হচ্ছে বলে জানিয়েছেন হরিণটা না থানা পুলিশ। এই হত্যাকান্ডের অন্য কেউ জড়িত আছে কিনা তা বিস্তারিত খতিয়ে দেখা হচ্ছে বলে জানান হরিণটণা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা।