মো: রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা সেলবরস ইউনিয়নের গাবী গ্রামে চোরকে ধরে পুলিশে দিলেন জনতা। শনিবার দিবাগত রাত ৩ ঘটিকার চোরকে ধরে গাছের সঙ্গে বেঁধে রাখে জনতা। জানাযায়, নিজ গাবী বাগবাড়ী শহর আলীর ঘরে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে, একই গ্রামের মৃত: নূরুল হুদার দ্বিতীয় ছেলে মন্টু (১৭) নামের এক চোর । চোরকে গাছের সাথে বেঁধে রাখা হয়। এলাকাবাসী সুত্রে জানা যায় যে, বিগত দিনে সে আরো চুরি ও নেশার সাথে সম্পৃক্তছিল।
ইউপি সদস্য ইদ্রিস আলী বলেন চোরকে না মেরে পুলিশের হাতে তুলে দেন।
শহর আলী (৪০)বলেন, আমি রাতে মাছ মারা গেছিলাম পরে আমি মাছ লইয়া বাড়িতে আইয়া ঘড়ও ডুহার সময় আমার ঘরে দেহি হে (মন্টু) চুরি করত ঢুকছে পরে আমি তারে হাতেনাতে ধরলাম এখন আম্নেরা গ্রামবাসী ও পুলিশ যা করার করেন। চোর অভিযুক্ত মন্টু বলেন, নেশার টাকা নেই, তাই চুরি করতে গিয়েছিলাম, আমি জুয়া খেলি, নিশা করি, আমার মত গ্রামে আরও অনেক আছে।
খবর পেয়ে ধর্মপাশা থানা পুলিশ আসার পর গ্রামের মেম্বার ও গ্রামবাসী মিলে থাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।