কলমেঃ মোঃ রিয়াজ মিয়া
ছোটবেলার সেই আমি, খালি পায়ে হাঁটতাম,
মায়ের কোলে মাথা রেখে স্বপ্ন গুলো আঁকতাম।
চুলে হাত বুলিয়ে দিত, মুখে দিত হাঁসি,
মা থাকলে পৃথিবীটা হতো শুধু ভালোবাসি।
বৃষ্টিতে ভিজে এসে ঠান্ডা লাগতো বুকে,
মা দৌড়ে এসে জড়িয়ে নিত কাঁপা হাত দুটি মুখে।
খুব যে কিছু চাইতাম না, চাইতাম শুধু মন,
মায়ের চোখে ভালোবাসা, মায়ের ঠোঁটে গান।
এখন সব আছে ভাই, নেই শুধু সেই মা,
নেই সেই হাতের স্পর্শ, নেই সেই শান্তি পা।
ছোটবেলার সেই আমি আজও পথ চেয়ে থাকি ,
মা কি একদিন ফিরবে, এই মন তাই ডাকি।