কলমেঃ উম্মে কুলসুম খন্দকার
দুজন ছিলাম এক আশায় বাঁধা
স্বপ্নের পথে হাঁটতাম এক সাথে নানা।
কিন্তু গোধূলির ধোঁয়ায় বিলীন হয়ে গেল,
যে ভালোবাসা ছিলো, আজ অচেনা হয়ে গেল।
চোখের সামনে ঘুরি, চেনা নাই কেউ
অন্তরে বুজি, কেউ আর নেই তারই মতো কেউ।
কথা থাকলে ও বাজে না সেই সুর,
হৃদয় খুঁজে ফিরে হারানো দিনের নূর।
কিছু মানুষ আসে জীবনে নীরবে,
ছুঁয়ে যায় হৃদয় অদেখা সুরে।
তাদের স্মৃতি পড়ে থাকে চোখে,
হটাৎ একাকী বিকেলে মনে পড়ে।
হটাৎ করেই মন কাঁপে নীরবে,
মনে পড়ে ও তো ছিলো আমারি এক দাগে।