নিজস্ব প্রতিবেদক:
বিদেশ গমনিচ্ছুক প্রবাসীদের হয়রানীবন্ধ ও আর্থিক ক্ষতিপ্রতিরোধ করতে হবে এং রেমিট্যান্স যোদ্ধাদেও যথাযথ রাষ্ট্রীয় সম্মান দিতে হবে । বাংলাদেশ রেমিটেন্স ওয়ার ফাউন্ডেশন কর্তৃক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উঠান বৈঠাক ও আলোচনা সভা ৩০ জুন ২০২৫ ইং সোমবার সকাল সাড়ে দশ টার সময় রাজবাড়ি সদর উপজেলার ৯ নং রামকান্তপুর ইউনিয়ন পরিষদের অর্ন্তগত ২নং ওয়াডের বেখুলিয়া নতুনপারা গ্রামে বাংলাদেশ রেমিট্যান্স ওয়ার ফাউন্ডেশন এর আয়োজনে ও বাংলাদেশ সাপোটার্স ফোরামের সহযোগিতায় অনুষ্ঠিত সভার প্রধান আলোচক বাংলাদেশ সাপোটার্স ফোরামের রাজনৈতিক বিশ্লেষক,গবেষক ও আমেরিকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ক্লিনটন হাওলাদার পাভেল ভার্চুয়ালি এ কথা বলেন।
উক্ত উঠান বৈঠকে বিদেশগামী নারী ও পুরুষ যাতে দালাল বা এজেন্সির মাধ্যমে বিদেশে যেতে কোনো ধরনের সমস্যা, হয়রানি এবং আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ের উপর একটি সচেতনতা মুলক প্রশিক্ষন প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ রেমিট্যান্স ওয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোঃ ফজলুল করিম সেখ, ভার্চুয়ালী প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সাপোটার্স ফোরামের প্রতিষ্ঠাতা, রাজনৈতিক বিশ্লেষক,গবেষক ও আমেরিকা প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ক্লিনটন হাওলাদার পাভেল , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্মনির্ভরশীল উন্নয়ন সংস্থার পিডি মোঃ কবির মোল্লা। এছাড়া ও এসডিডিএর পিও রেবেকা আক্তার এবং ব্যাংক এশিয়া পিএলসি নতুন বাজার, রাজবাড়ী আউট লেটের মোঃ আলাউদ্দিন মিয়া, (কাস্টমার সার্ভিস অফিসার) এবং আহসানুল ইসলাম রাতুল (কাস্টমার সার্ভিস অফিসার,) এ ছাড়া উক্ত গ্রামের নারী-পুরুষ নির্বিশেষে অনেকেই উপস্থিত ছিলেন।
উক্ত উঠান বৈঠকে স্বাগত ভাষণ দেন মোহাম্মদ আলাউদ্দিন মিয়া, পর্যায়ক্রমে বক্তৃতা দেন রেবেকা আক্তার, মোঃ কবির মোল্লা এবং এলাকায় সচেতন ব্যাক্তিবর্গ। মূলত কি কি কারণে এবং কাদের জন্য বিদেশি গমনোচ্ছুক নারী পুরুষ কিভাবে বিভিন্ন প্রকার হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন হয় এবং বিদেশে কাজ না পেয়ে আবার দেশে ফিরে আসে তার বিস্তারিত বিবরণ তুলে ধরা হয় অদ্যকার অনুষ্ঠানে।
বাংলাদেশ রেমিটেন্স ওয়্যার ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফজলুল করিম শেখ বলেন যে, বিদেশে যাওয়ার পূর্বে দক্ষ মানব শক্তি তৈরি হওয়ার পরেই কেবলমাত্র বিদেশ যাওয়া উচিত তিনি আরো বলেন দালাল ছাড়াা এবং ভুয়া রিক্রুটিং এজেন্সি বাদ দিয়ে সরকারি নিয়মের মধ্যে দিয়ে ভিসা চেক করে সঠিক ভিসা হলে তবেই কর্মসংস্থানের জন্য বিদেশে যাওয়া ঠিক হবে। তিনি বলেন যে, এখন থেকে যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের পাশে বাংলাদেশ রেমিট্যান্স ওয়্যার ফাউন্ডেশন ফ্রিতে সেবা প্রদান করবেন। যাতে করে আমাদের দেশের কোন বিদেশগামী ভাই ও বোনেরা কোন প্রকার হয়রানি ও আর্থিক ক্ষতির সম্মুখীন না হয়। আর এই ধরনের সেবার জন্য কারো নিকট থেকে কোনো ধরনের সেবা ফি বা অন্য কোনো ধরনের অর্থ গ্রহন করা হবে না। চেয়ারম্যান মহোদয় আরো বলেন, বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্যই আমাদের এই পদক্ষেপ। তিনি বলেন পর্যায়ক্রমে বাংলাদেশের সকল জেলায় বিদেশগামী মানুষের জন্য জেলা ভিত্তিক হেল্প সেন্টার খোলা হবে এবং তাদেরকে বিভিন্ন দক্ষতামূলক প্রশিক্ষণ প্রদান করবে। পরিশেষে চেয়ারম্যান মহোদয় উপস্থিত সবাইকে ধন্যবাদ দিয়ে সবার সমাপ্তি ঘোষনা করেন।