শামীমা খালিদ শাম্মী
তোমায় নিয়ে ভাবতে আমায় বারন করো না
দূর থেকে ভালোবেসে যাবো তবু কাছে আসব না,
তোমার জন্য কাঁদতে আমায় বারণ করো না
চোখের জলে ভাসব তবু অভিযোগ করব না।
তোমার জন্য অপেক্ষার করতে বারণ করো না
পথ পানে চেয়ে থাকব তবু ছুটে যাব না,
তোমার দেয়া চিহ্ন আঁকতে বারণ করো না
কলঙ্ক মাথায় নিবো তবুও মুছে ফেলব না।
তোমার বধু সাজতে আমায় বারণ করো না
লাল শাডিতে সাজব তবুও গৃহে যাবোনা,
তোমার জন্য কবিতা লিখতে বারণ করোনা
উপমায় সাজাবো তোমায় তবুও স্মৃতি ভুলবনা,
তোমার জন্য গাইতে আমায় বারণ করোনা
মায়ায় জড়াবো তোমায় তবুও স্পর্শ চাইবনা।