কলমেঃ আকিক শাহরিয়ার
আবারো বৈষম্য প্রথা
৫ ই আগস্ট কি;ছিল অযথা?
দেশ জাতি ললাটে,
আবারো কি নির্মমতা?
অতীত আর বর্তমান
এই হলো কি অবস্থান?
জুলাই যুদ্ধা যারা
মাসিক ভাতা ও চাকুরি,
কিংবা পাবে বিশেষ সুবিধা।
তবে কি ৭১ এর যুদ্ধাদের
স্বীকৃতি দিতে আছে বাধা?
অতীত শাসক গোষ্ঠী ছিল যারা
একাত্তর কে কি দেননি মর্যাদা
কত বীরাঙ্গনা আত্মত্যাগী,
কত লাঞ্ছিত বঞ্চিত হতভাগী
জীবন রেখেছিল বাজি।
আজ মোরা অকৃতজ্ঞ ও পাজি।
তাদের ছিল না আত্মমর্যাদা?
ছিল না কি দে-শ প্রেম?
নৃশংস গণহত্যার প্রতিবাদ
ছিল কি মানবতা অপরাধ?
তবু বলি তারাই অপরাধী
তবে আর প্রয়োজন নেই
এই বাঙলায় নতুন প্রতিবাদী
অতীত যদি হয়ে যায় ধূলিসাৎ
তবে কি হবে খুঁজে দিনরাত?
এখন আবারোও যদি ওরা।
বিনিময় পেতে বাড়ায় হাত।
তবে কিসের ত্যাগ আর জাত।
কুটকৌশলে ফিরেএলো পুরানো প্রথা।
অতীতে কি ছিল অসুবিধা?
তবে কেন হলো জুলাই বিপ্লব
কি ছিল চেতনা আর পরিপূর্ণতা?
এখনো কি হবে না অশান্তির অবসান?
রাষ্ট্রীয় হিসাব কষিলেই পাবে
প্রাপ্তি আর অপ্রাপ্তির মনোবাসন?
ভিন্ন জনের,ভিন্ন মতের ধরন।
প্রতিষ্ঠা হয়েছে কি ন্যায়,বিচার?
দূর হয়েছে কি অসত্য অবিচার?
বৈষম্য দূরীকরণ ছিল স্লোগান
আদৌও কি হয়েছে এর অবসান?
বাস্তবতা প্রকাশ করতে লুকোচুরি
স্রোতের বিপরীতে কেউ খুঁজে না ঝুড়ি।
কোটা না মেধা চালু হলো প্রথা
জুলাই আগষ্ট মানে কি?
বৈষম্য নিরসন আর সমতা?
না কি ছিল এতসব অযথা।