কলমেঃ শাহিদা আক্তার তন্নি
তোমারি লাগিয়া নিশিতো জাগিয়া
লিখিছি প্রেমের কবিতা,
ছন্দ সুরে নয় বেসুর ও গলায়
দিয়েছি তার উপমা।
স্বপ্ন কুঞ্জে এসেছো বহুবার
দিয়েছো ফুলের মালা,
অন্ধদ্বার খুুলিল মোর
মিটিলো মনের জ্বালা।
তুমি তো সেই স্বপ্ন পুরুষ
ওহে ইউসুফ,
জুলেখা যার প্রেমেতে অন্ধ হয়ে
থাকতে পারেনি নিশ্চুপ।
তোমার ওই মিষ্টি হাসি আর কথা বলার সুরে
গলিল মোর হিয়া,
তোমার উপমায় তুমি তো শ্রেষ্ঠ
প্রকাশ করি বলো কিদিয়া।
ওহে স্বপ্নপুরষ স্বপ্নে নয় আজ
বাস্তব রূপে
পেয়েছি তোমার দর্শন,
তাইতো আজ শ্রদ্ধা ভরা মনে
অজস্র ভালোবাসা
তোমায় করিলাম প্রদর্শন।
ছন্নছাড়া আমি পাগলপারা
কিভাবে কাটেযে ভোর,
ধূসর কালো মেঘে ডাকা
আমার প্রতিটি প্রহর।
তারি মাজে এলে তুমি আমারি দ্বারে
পূর্ণতার হাতে,
আবারো ভেবেছি আমি এসেছো তুমি বুঝি
আমার কল্পনাতে।
তোমারি স্পর্শে শীতল আখি
খুলিল অন্ধদ্বার,
চিন্ন বীনা পূর্ণ হলো
করিবো জীবন পার।
ওহে বিধি প্রার্থনা তোমারি তরে
যুগযুগ ধরেবেঁচে থাকুক এইবন্ধন,
তুমি যে হয়ে উঠেছ
আমার আত্মার আপনজন।