প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ৭:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১, ২০২৫, ১২:৩৬ পি.এম
কবিতাঃ স্বপ্নের কথা
মোঃ লিটন হাসান জয়
অন্ধকারের আলো তুমি
দিয়ে ছিলে কথা,
কখনও ভাবিনি আমি
হৃদয়ে জাগবে ব্যর্থ ব্যাথা।
কে তুমি! অমন করে…
বলছো কথা হৃদয় ফোনে,
ভাবছো আমি তোমার তরে
বলছি কথা নিথর মনে।
লিখতেছি চিঠি বসে বসে
তোমায় দিবো এসএমএস করে,
ভাবছো তুমি! কি করবে জানি
দেখাবে স্বপ্ন আমারে।
কিন্তু সব কিছু হয়ে গেলো মিছে,
অন্ধকারের আলেয়া তুমি
স্বপ্ন হলো আমার মিছে।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com