কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
ভালোবাসায় খুঁজো না পরকীয়া
খুঁজো না বৈধ-অবৈধতার বেসাতি,
শুভক্ষণ শুভ পূর্ণিমার শশী রাতে
শ্বেতশুভ্র বিবসনায়, পতঙ্গ হয়না কভু অসতী!
জীবন বাতায়নে দক্ষিনের মাতাল হাওয়ায়
উড়ে যায় শাড়ী কোথায় কে জানে?
মাতাল দক্ষিণে হাওয়ায় মদাসক্ত নেশা,
দীঘল চপল চোখে প্রজ্জ্বলিত অগ্নিকুণ্ড সেথা পতঙ্গ কভু ঝাপ দিতে মরণ মানে?
আছে শরাব সাকি, ওমর খৈয়ম সেথা
ধর্ম দোহাই, হারাম হালাল, সেকি মানে?
ভালোবাসার স্ফূরণ কি মানে চীনের প্রাচীর
প্রণয়নের রসায়ন বিস্ফোরণের তেজস্ক্রিয় কি পাত্রপাত্রী জানে?
আদিম রক্ত স্বভাব ভুখ নিশিতের হাহাকারে
প্রেমিক হৃদয় উপচে পড়ে যৌবনের বান,
কে তাকে থামায়, ছিদ্র কলসী থেকে চুয়ে পড়ে ভূতল
শত কোটি ললনা ভর করেনা, অন্ধ সে একজন প্রেমিকে শুধু ধ্যান!
বুকের ভিতর নম্র আঁচড়ে আঁকা সেই মূর্তি
নব্য কোন নকশার ঠাই নাই সে খচিত হৃদয়,
কোন সমাজ রাস্ট্র সন্মানের তর্জনী পারে না ফিরাতে
তোমরা পরকীয়া না বলে, মেনে নিতে হও সদয়!
বন্ধ করো গোঁড়ামি, ভালোবাসা সৃষ্টির সেরা দামী
দু’টি হৃদয় এক হতে দাও, আত্মহত্যা, হতাশা, নেশাগ্রস্ত আর নয়,
মন একজনে, দেহ শকুনি না-জেনে, খাবলে খায়
বিজ্ঞান প্রযুক্তি যুগে, জীবন পরমাণু গতিতে, তোমরা কুপমু-কতায়!