কবি: মো: বায়েজিদ বোস্তামী
"শুভ জন্মদিন এফএইচপি
আজ মনে বাঁজে আনন্দের ছন্দ,
কতশত বাঁধা প্রতিবন্ধকতার ব্যাথা
দু:খ বেদনা ভুলে দূর করি অন্ত:দ্বন্দ্ব।।
মান অভিমান ভুলে অলসতা ছেড়ে
কাজের প্রতি হোক তীব্র মনোনিবেশ,
হৃদয়ে জাগ্রত আত্ন- অনুভূতি কর্ম প্রেম
প্রতিষ্ঠা করতে এফএইচপি'কে অবিশেষ।
স্বপ্নীল এফএইচপি'র নির্মাতা কর্মী সকল
সুশাসন প্রতিষ্ঠায় নীতিকে করবো সবল,
২১বছরে শুরু থেকে এখন পর্যন্ত বীর সেনানি
ভুলিনি কাউকে সকলেই মোদের শুভানুধ্যায়ী।
শত ব্যর্থতার গ্লানি মুছে করি আহ্বান
সুখ-সমৃদ্ধি থাকবে পরিবারে অম্লান,
এই হোক আমাদের হৃদয়ের অনুভূতি
এফএইচপি তোমাকে স্যালুট স্ব-শ্রদ্ধা সন্মান।"