লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
বিশ্বে প্রথম শব্দের থেকে ২৩ গুন বেশী দ্রুত পরমাণু মিশাইল তৈরি করেছে রাশিয়া! কিন্ত আশ্চর্যজনক হলে-ও সত্যি মধ্যপ্রাচ্যের চারিদিকে যুদ্ধের উত্তাপের ভিতর ও ইয়েমেন থেকে হুতি বিদ্রোহীরা ২০০ মিলিয়নের মার্কিন রণতরী ধ্বংস করতে যে হাই পারসনিক মিশিইল ছুড়েছে তা শব্দের চেয়ে ১৬ গুন দ্রুত!
দারুন মানসিক তুষ্টি লাগছে এই ভেবে যখন বিশ্বের নাম কা ওয়াস্তে ৫৬ মুসলমান দেশের মুসলমানরা হাত-পা গুটিয়ে বসে বসে মার্কিন দেবতাকে পূজার অর্ঘ্য নিয়ে কালি তুষ্টিতে ব্যস্ত তখন ইয়েমেন এমন মিশাইল ব্যবহার করেছে যা ঠেকাতে মার্কিন নৌ ব্যর্থ হয়েছে!
স্মর্তব্য, এই মিশাইল ২১৫০ কিলোমিটার দূরে যেকোন শত্রু ঘাটি ধ্বংস করতে পারে!
পুরানো খবর দিয়ে শুরু করলেও গত ১২ দিনের যুদ্ধে ইরানের সক্ষমতা দেখেছে বিশ্ব! মার্কিন সরাসরি ইরান আক্রমণ অত্যান্ত unwise ছিলো! আবার আক্রমণ কারী যুদ্ধ বন্ধ ঘোষণা আর-ও unwise এবং একপেশে! কে আগে আক্রমণ করেছে? কেন ইসরায়েল কে দিয়ে বার-বার ইরান কে আক্রমণ করানো হয়? কেন ইসরায়েলের পরমাণু কেন্দ্র বিশ্ব পরমাণু সংস্হা পরীক্ষা করে না শুধু ইমরানকে বার-বার পরীক্ষা দিতে হয়!
ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে সেদেশের মাটির নিচের খনিজ সম্পদ চুক্তি করার পর পূতিন কে ছেড়ে দিয়েছেন তাদের “ওদেলা” সামুদ্রিক বন্দর দখলে নিতে! আহাম্মক শাসক দেশটা তো শেষ করেছে জো বাইডেনের পরামর্শে! এখন খনিজ নিয়েছেন, তাদের কৃষ্ণ সাগরে যাতায়াতের একমাত্র বন্দর “ওদেসা” চলে গেলে তাদের অবস্হা হবে “চেঙ্গিস খানের মঙ্গোলিয়ার মত” তাদেরও কোন সামুদ্রিক বন্দর নাই! নির্ভর করতে হয় উজবেকিস্তানের উপর!
এদিকে সিরিয়ায় চলছে ভাগবাটোয়ারা! একজন দেশপ্রেমিক সরকার মিথ্যা রটনা ছড়ায়ে তাড়াবার পর বোঝা যায় কে Fuel সরবরাহ করেছিলো দেশপ্রেমিক সরকার পতনে এবং যারা উড়ে এসে জুড়ে বসে তারা কতটা দেশ প্রেমিক! তারা লুটেপুটে খেতে এসেছে, দেশটা বিদেশিদের হাতে তুলে দিতে এসেছে নাকি দেশের আসল দরদী!
জনগন যখন বুঝতে পারে তখন আর করার কিছু থাকে না, দেশ চলে যায় লর্ড ক্লাইডের হাতে! মীর জাফর মীর কাশেম মীর সাদিক ঘষেটি বেগম জগত শেঠ উমিচাঁদ রায় বল্লভ ইয়ার লতিফ রা লাথি খায় তা ইতিহাস বলে কিন্তু আহম্মকরা শেখে না! ইসরায়েলের ১৮০০ বর্গকিলোমিটার গোলান মালভূমি ইসরায়েল দখল করে নিয়েছে! রাশিয়ার ঘাটি সরিয়ে নিতে মার্কিন তাড়া আছে এবং গতকাল মস্কো তার বিমান কার্গো সরিয়ে নিয়েছে। হাইমিম বিমানঘাঁটি এখন সম্পূর্ণ ইসরায়েল মার্কিন নিয়ন্ত্রণে (রয়টার্স)!
আমেরিকা কোন দেশে ২৯ মিলিয়ন তো কোন দেশে শত মিলিয়ন ডলার পূঁজি খাটায় বিনা স্বার্থে অবশ্য ই নয়! সিরিয়ায় ২০১৪ সাল থেকে গৃহযুদ্ধে ফুয়েল ঢেলেছে তার বিনিময়ে বিশাল প্রাপ্তি তার! সমস্ত মধ্য প্রাচ্যের ঘাড় টা তার হাতের নাগালে! বাংলাদেশে ঘাটি করতে পারলে সারা এশিয়া তার নখদর্পনে! আবার ও ৭ দিনের ভিতর ইরানে আক্রমণ করবে আমেরিকা এটা শোনা যাচ্ছে যদিও অসমর্থিত খবর।
নতুন সিরিয়ার নেতা”আহমেদ আল শারা বাশি বাজাচ্ছেন! তার গর্ব এবং বক্তব্য “স্বৈরাচার তাড়িয়ে তোমাদের মুক্ত করেছি, আমি নিশ্চয় নোবেল পেতে পারি!” আমরা শুভঙ্করের ফাঁকি বুঝালেও এদেশের শিক্ষিত মুর্খরা তা বোঝে না! স্বৈরাচার তাড়িয়ে কাকে এনেছেন, আমার দেশ আমার আছে তো? খেঁকশিয়াল তাড়িয়ে বাঘের আগমন কেন তা কোন কেউ প্রশ্ন করে না!
এমনি যদি বৃহৎ শক্তিগুলো আপসে ছোট দেশগুলোয় আধিপত্য বিস্তার করে তা হলে একসময় ছোট্ট দেশগুলোর অস্তিত্ব বিলীন হবে!
যে সব দেশ ভিতর কার বেঈমানদের বেঈমানী খপ্পরে পড়ে স্বৈরাচার নামে দেশপ্রেমিকদের তাড়িয়েছে সে-সব দেশে হত্যা খুন জখম ধর্ষণ বেড়েছে শতগুণ এবং উন্নয়ন মুখথুবড়ে পড়ছে ট্রেন গতি থেকে ঠেলাগাড়ি গতিতে! এখন ও কিছু শিক্ষিত আহম্মক হিসাব মিলায়, কোন প্রজেক্টে কতজন বিদেশি এক্সপার্ট রাখার দরকার ছিলো বেশী রেখে সে দেশকে সুবিধা দিয়েছে! একই অবস্হা বাংলাদেশে ও পাওয়া যায়!
আমার এক প্রফেসর শালিকা রোজ আমাকে এমন তথ্য পাঠান, রূপ পুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে এক্সপার্ট বেশী নিয়োগ আছে, রামপাল কয়লা বিদ্যুৎ কেন্দ্রে বেশী এক্সপার্ট নিয়োগ আছে ঐ দেশকে অতিরিক্ত সুবিধা দিতে! এসব আহম্মক বোঝে না দু’দিন পর কি বিদ্যুৎ বাতি জ্বলবে না হারিকেন? জানেনা কেঁচোর মন্ত্র হাত সাপের গর্তে!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।