সুনামগঞ্জ প্রতিনিধি:
আজ পহেলা জুলাই (সোমবার) সন্ধ্যায়, দৈনিক ‘আলোর সকাল’ অনলাইন পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পত্রিকাটির আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে।
স্বাগত বক্তব্য রাখেন সম্পাদক ও প্রকাশক মোঃ আব্দুল মান্নান। তিনি বলেন,
“আলোর সকাল সত্য ও ন্যায়ের পথে অবিচল। এই পত্রিকা সমাজ পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠেছে এবং ভবিষ্যতেও সাহসিকতার সঙ্গে সংবাদ পরিবেশন করে যাবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল ইসলাম সিকদার, সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, সিআরবি তাহিরপুর উপজেলা শাখার সভাপতি আবুল হোসেন, বড়দল উত্তর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাজী নজরুল ইসলাম শাহ, সাবেক সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন, বিএনপির আরেক সভাপতি মহিউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি আক্তার হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন ও মজিবুর রহমান, ব্যবসায়ী মোঃ আনারুল শাহ,
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক, ব্যবসায়ী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, "একটি গণমাধ্যম যখন সাহসিকতার সঙ্গে মানুষের কথা বলে, তখন সেটি শুধু সংবাদপত্র নয়—একটি জাতির বিবেক হয়ে ওঠে। আলোর সকাল সেই পথেই এগিয়ে চলেছে।"
আলোচনা শেষে দেশ ও জাতির শান্তি, অগ্রগতি এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শেষ অংশে অতিথিদের উপস্থিতিতে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
পত্রিকার পক্ষ থেকে পাঠক, শুভানুধ্যায়ী ও সকল শুভেচ্ছাবান্ধবকে আন্তরিক কৃতজ্ঞতা জানানো হয়েছে।