বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভাইস-চেয়ারম্যান মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে নিজ এলাকার সাধারণ মানুষের গোচারণ ভূমি ও উন্মুক্ত জলাশয় নিজ দখলে নেয়ার তুলে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
আজ ১লা জুলাই রোজ মঙ্গলবার দুপুর ২ঘটিকায় মধ্যনগর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে করুয়াজান মৌজার এলাকাবাসীর আয়োজনে এই মানবন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানবন্ধনে বক্তারা বলে মোশাহিদ তালুকদার বিএনপির প্রভাব খাটিয়ে আমাদের গরু চরানোর একটিমাত্র মাঠ উনার দখলে নিয়ে গেছেন। আমাদের করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয় টি উনার নিজ দখলে নিয়ে গেছেন। জলাশয়টিতে মাছ ধরে আমরা জীবিকা নির্বাহ করি। এছাড়াও হিন্দু সম্প্রদায়ের লোকজনদের মাছ ধরতে গেলে গুলিকরে মেরে ফেলবে বলে হুমকি দেয়।
এবিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মোশাহিদ তালুকদারের মোবাইল ফোনে কল করলে উনি মিটিংয়ে আছেন পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।