শিক্ষার আলো
আলোর মাঝে ঝলমল করে শিক্ষা ,
জীবনের পথে দেয় নতুন দিশা।
অন্ধকার যখন ঘিরে আসে চারিদিকে,
শিক্ষার আলো করে মন আলোড়িত।
বই পড়ে শিখি যত কথা,
চেষ্টা করো, হবে সফলতা।
ভুল হলে মন হারিও না ,
আলোয় ঢেকে দাও দুঃখসাগর সাঁতা।
স্বপ্নের মেঘ ছুঁতে চাই সবারই,
শিক্ষার আলোয় পথ হবে দীপ্তির।
ছোট ছোট পা এগিয়ে নিয়ে যাও,
জীবনের আনন্দের বার্তা গড়ে তোলো।
ছোট্ট বিড়াল
মিও মিও ছোট্ট বিড়াল,
দৌড়ে বেড়ায় সকাল – বিকাল।
দুধের বাটি খুঁজে পেলে,
খুশি হয়ে লাফায় জেলে!
মা ডাকে “আয় সোনা খোকা”,
বিড়াল বলে “মিউ” এক ধোকা।
পিঠে হাত বুলিয়ে দিলে,
ঘুমিয়ে পড়ে মায়ার ঝিলে।