লেখিকাঃ হাজেরা আক্তার
জন্ম আমার রক্তক্ষয়ী জুলাই মাসে
বাতাসেতে তাজা রক্তের গন্ধ ভাসে।
কৃষ্ণচূড়া লাল হয়েছে গাছে গাছে
স্বপ্নগুলো রক্তিম হয়ে সূর্য হাসে
জন্ম আমার বিপ্লবী সেই জুলাই মাসে।
হাজার কন্ঠের আর্তনাদ আজও চোখে ভাসে
গেঁথে রবে সারা জীবন মনের ক্যানভাসে।
কত রক্ত জমাট বাঁধে হৃদয় মাঝে
স্মৃতিগুলো নতুন করে স্বপ্ন সাজে
আমার জন্ম রক্তক্ষয়ী জুলাই মাসে।
অশ্রুর বদলে রক্ত মুখে গড়িয়ে পড়ে
কত প্রাণ যে কেড়ে নিল জুলাই ঝড়ে,
কত চিৎকার,আর্তনাদ, বুকে করে হাহাকার
নতুন রূপে বিপ্লবী সেই
জুলাই এলো আবার।