আমি এমন একটা বাসযোগ্য পৃথিবী চাই
যেখানে হানাহানি কানাকানি মারামারি নাই।
দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?
আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি,যেখানে কোন মানুষ নিরান্ন থাকবেনা।
আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে আর কোন মানুষ খুন হবেনা।
দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?
আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে আর কোন মা -বোনদের বিবস্ত্র হতে হবেনা।
আমি সেই পৃথিবীর স্বপ্ন দেখি যেখানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালিদের স্বপ্ন ভঙ্গ হবেনা।
দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?
আমি এমন একটা বাসযোগ্য পৃথিবী চাই,
যেখানে আর কোন নিরীহ পথচারীর রক্তে রাজপথ রঞ্জিত হবেনা।
যেখানে জনগনের কষ্টে অর্জিত টাকার সম্পদ বিনষ্ট হবেনা।
দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?
আমি এমন একটা বাসযোগ্য পৃথিবী চাই,
যেখানে কলম হবে হাতিয়ার বই হবে আন্দোলন ;
যেখানে জাত পাত ভূলে গিয়ে থামবে সব গন্ডগোল।
দেবে ভাই আমায় এমন একটা বাসযোগ্য পৃথিবী?
যেখানে ভালোবাসা দিয়ে মরুভূমিতে ফোটাব ফুল,
যেখানে হাতে হাত রেখে ভেঙ্গে দেব সব ভূল।
দেবে ভাই আমায় এমন একটা পৃথিবী?