আহসান ইমরোজ মাহি
জুলাই এলে চোখ ভিজে যায়,
শহীদ মায়ের নিঃশ্বাস থমকে দাঁড়ায়।
রক্তে লেখা ইতিহাসের পাতা,
গর্ব আর কান্নায় ভেজা প্রতিটা কথা।
একটি ছেলে-পাঁজরে গুলি,
বলো, কেমন করে ভুলি?
একটি মেয়ে-চিঠি লিখে গেল,
"মা, তুমি শক্ত থাকো, আমি যাচ্ছি চলে!"
বাবা ফিরে এলো না, নেই খবর আর,
শিশুটা আজও খোঁজে তার প্রিয় মানুষটার।
জুলাইয়ের আকাশ যেন বোবা আজ,
জানালায় বসে মা গোনে নিঃসঙ্গ বাজ।
এই পরিবার শুধু নয় ইতিহাসের নাম,
তাদের ত্যাগে গড়া স্বাধীনতার ঘাম।
তাদের চোখে ছিলো স্বপ্নের আগুন,
আমরা যে স্বাধীন, তা তাদেরই দানভূমি।
শহীদের স্ত্রী আজো শাড়িতে পরে শোক,
তবু বলেন-“আমার স্বামী দেশের লোক।”
সন্তানরা বড় হয় একেকটা চিহ্ন,
বুকে তারা রাখে বাবার শেষ বিনিময়।
এই জুলাই, প্রতিজ্ঞা করি আবার,
শহীদ পরিবার কখনো থাকবে না হারিয়ে যাওয়া একটি তারকার মতো .
তাদের সম্মান, ভালোবাসা, দায়িত্বের ধ্বনি-
প্রতিটি হৃদয়ে বাজুক সেই অমর বাণী।