এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুর উপজেলায় প্রথমবারের মত একটি প্রাথমিক বিদ্যালয়ে জমি নিয়মনীতি মেনে লীজ প্রদান করা হয়েছে। বুধবার জোনাকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ লীজ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তরিকুল ইসলামের উপস্থিতিতে সর্বোচ্চ দরদাতা মো, আকিবুর রহমানকে =৯১,০০০/- টাকায় এক বছর মেয়াদে বিদ্যালয়ের ১.৫৮ একর আবাদী জমি লীজ প্রদান করা হয়।
লীজ প্রদান অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের জমিদাতা সদস্য আলহাযজ্ব নাজিম উদ্দীন মীর, সাবেক এসএমসি সভাপতি নৈমুদ্দীন মোল্লা, উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি আলহাজ্ব আরসাদ আলী, বিএনপি নেতা আব্দুল হালিম. ইসকান্দার আলীসহ এলাকার আরো গন্যমান্য ব্যক্তি, মৎসজিবী, কৃষক, প্রমূখ।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো, তরিকুল ইসলাম জানান, এলাকাবাসীর যস্বতস্ফুর্ত অংশগ্রহনে নিয়মনীতি মেনে বিদ্যালয়টিতে লীজ প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে। পর্যায় ক্রমে উপজেলায় যে সকল বিদ্যালয়ের আবাদী জমি রয়েছে সেগুলোতে একইভাবে লীজ প্রদান করা হবে।
বিদ্যালয়ের প্রদান শিক্ষক আব্দুস সাত্তার জানান, অফিসের নির্দেশে তার বিদ্যালয়ের ১.৫৮ একর জমি লীজ দিতে ইউনিযন পরিষদকে অবহিত করে লীজের দিন ক্ষন ঠিক করে এলাকায় নোটিশসহ মাইকিং করা হয়েছে। তিনি আরো বলেন, এই প্রক্রিয়ায় জমি লীজ দেয়ায় যেমন সস্বচ্ছতা রয়েছে. তেমনি আর্থিকভাবেও লাভবান হয়েছে তার প্রতিষ্ঠিান। উল্লেখ্য, একই পরিমান জমি গত বছর ৭১ হাজার টাকায় লীজ প্রদান করা হয়েছিল।