শিবপুর (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদী জেলার শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ১৪নং লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এবার উপবৃত্তি থেকে বঞ্চিত হয়েছে। উপবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের টিউশন ফি দিতে হতো না। খাতা কলম কিনতে সহজ হতো।
এখন একে তো উপবৃত্তিবঞ্চিত হতে হয়েছে, তার উপর আবার টিউশন ফিও দিতে হচ্ছে। ফলে এ বিষয়টি নিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের ক্ষোভ বিরাজ করছে।
সরেজমিনে দেখা গেছে, বিদ্যালয়ে ক্লাস না করে শিক্ষকরা অফিস রুমে বসে কাঁঠাল খাচ্ছেন আর আড্ডায় মেতেছেন।
জানা গেছে, যখন শিক্ষার্থীদের উপবৃত্তির চাহিদা ফরম পূরণ করে জমা দেয়ার কথা ছিলো তখন প্রধান শিক্ষক আঁখিনুর সুলতানা সপরিবারে কক্সবাজারে ভ্রমণে চলে যায়। তাদের এই গাফিলতির কারণে কোমলমতি শিক্ষার্থীরা কেউ পাচ্ছে না উপবৃত্তির টাকা।
এ বিষয়ে ১৪ নং লাখপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আঁখিনুর সুলতানার বক্তব্য নিতে চাইলে তিনি বক্তব্য দিতে রাজি নয়। তিনি অন্য প্রতিষ্ঠান বাঘাব ইউনিয়নের ৮৫ নং বিরাজনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নজরুল ইসলামের সাথে সাংবাদিকদের ফোন ধরিয়ে দেন এবং তিনি অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি প্রদান করেন।
শিবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামীম আহমেদ বক্তব্যে বলেন, আমি এই বিষয়ে অবগত না। ঠিক আছে বিষয়টি নিয়ে আমি দেখবো।