কলমেঃ দেবিকা রানী হালদার
আজও এ শ্রাবনে অঝোর বৃষ্টির সাথে রক্ত ঝরে
নীলিমায়, মিশে আছে শানিত কলম,
কবি রবীন্দ্রনাথ, বিদ্রোহী নজরুল সিরাজী তারাশঙ্কর
বাংলার মানচিত্র যখন খাবলে খায় মনে হয় বৃথাই জনম!
আবারও এসো ফিরে এই বাংলায়, গর্ভবতী ধান গম কোকিলের গানে
দু'হাতে তুলে আলোর মিছিল, পুড়িয়ে দাও সাম্প্রদায়িকতার সব জঞ্জাল !
বৃটিশ নাগপাশ ছিন্ন করে ছিলো সব জাতি মিলে
রুখে ছিলো পাকি বর্বরতা যাদের জাতি নির্মূলে লাল হয়ে ছিলো বুড়িগঙ্গার জল!
ব্যর্থ হয়েছে এদেশের রাজনৈতিক নেতা ছিলো যত
কবির কলম আর তার লেখনী বড় দরকার, ঘুম ভাঙাতে জনগন!
যুগে যুগে শুরু হয় বর্গীয়করণ, বিছিন্ন হয় জাতির বন্ধন
এসো টিপুর তরবারি সম কলম হাতে আবারও হয়েছে শকুনির আগমন!