সাইফ উল্লাহ, স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জ জেলা জমিয়তের কাউন্সিল ও কর্মী সম্মেলন
সফলের লক্ষ্যে জামালগঞ্জ উপজেলা জমিয়তের মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
৩রা জুলাই বৃহস্পতিবার বিকেলে আবাবিল নুরানী একাডেমি তেলিয়া, জামালগঞ্জ'র হলরুমে, জামালগঞ্জ উপজেলা জমিয়ত সভাপতি শায়খুল হাদীস মাওলালা আব্দুল গাফফার'র সভাপতিত্বে
উপজেলা জমিয়ত, যুব ও ছাত্র জমিয়তের যৌথ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জামালগঞ্জ উপজেলা জমিয়ত সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আলমগীর'র পরিচালনায় কুরআনে পাক থেকে তিলাওয়াত করেন উপজেলা ছাত্র জমিয়ত নেতা হাফিজ আল মামুন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির আহবয়াক ও সুনামগঞ্জ ১ আসনে জমিয়ত ও ১২দলীয় জোট মনোনীত এবং যুগপৎ আন্দোলনের প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী সাবেক ভাইস চেয়ারম্যান জননেতা হাফিজ রশীদ আহমদ।
বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা জমিয়ত সহ সভাপতি মাওলানা আবুল কাশেম জিহাদী
জেলা কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য এম আব্দুল হাফিজ,
জামালগঞ্জ উপজেলা জমিয়ত সহ সহ সভাপতি মাওলানা আব্দুল মতিন, সহ সভাপতি
মাওলানা জাকারিয়া আল মামুন,
শান্তিগঞ্জ উপজেলা জমিয়ত সহ সম্পাদক হাফিজ আতিকুর রহমান, সদর ইউপি জমিয়ত সভাপতি হাফিজ হারুনুর রশীদ, বেহেলী ইউপি জমিয়তনেতা মাওলানা সামছুদ্দীন, সদর ইউপি জমিয়ত নেতা মুফতি হুমায়ুন কবির, ফেনারবাক ইউপি জমিয়তনেতা মাওলানা রশীদ আহমদ, ভীমখালী ইউপি জমিয়তনেতা মাওলানা শামসুল ইসলাম, সাচনা ইউপি জমিয়তনেতা হাফিজ মঞ্জুর রশীদ আমিনী,
যুব জমিয়ত সাধারণ সম্পাদক মা-ও শফিকুল ইসলাম সাজিদ,
ছাত্র জমিয়ত উপজেলা জমিয়ত সভাপতি মাহদী হাসান রাসেল,
সাধারণ সম্পাদক
আফাজুল হাসান তানজিম প্রমুখ।
বক্তাগণ তাদের বক্তব্যের মাধ্যমে জোড়ালো দাবী জানান যে,আগামী জাতীয় সংসদ নির্বাচন যেন কোনভাবেই পিআর পদ্ধতিতে না হয় এবং সেদিকে দেশবাসীকে সতর্ক দৃষ্টি রাখতে আহ্বান জানান।
বিএনপির সুদীর্ঘ দুই যুগের মিত্র জমিয়তের মনোনীত প্রার্থীকে মনোনয়ন দেয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীর দেশনায়ক জনাব তারেক রহমানের প্রতি আহ্বান জানান। আগামী ৫ আগষ্ট উদযাপনের পরিকল্পনা করেন।