কলমেঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
রক্তের ছোপে লেখা
আজকের বিশ্ব ইতিহাস!
লোহু সিক্ত শস্য শ্যামল দুর্বল সব দেশ
ধ্বংস স্তুপে দাড়িয়ে হায়েনা করে উল্লাস !
রূধির স্রোতে ভেসে গেছে
মানবতা মনুষ্যত্বের পরিচয়,
ছটফট করছে মানুষ, ক্ষুধার জ্বালায়
তবু ও, দেশগুলো কিনে অস্ত্র, অস্তিত্ব বাঁচায়!
তোমার মিনারে দাঁড়িয়ে ভন্ড
তোমার ভক্তের, করছে সর্বনাশ!
লেবাসে, মুখোশে, তুমি পাওনা দেখিতে
বলো না ঈশ্বর, কত দূরে তোমার বাস?
হাত তোলে ভক্ত, রোজ তোমা পানে
তোমার সাহায্য মাগি ,
শোণিত ধারায় ভাসে, তবু ভোলে না তোমায়
কবে তুমি, বলো হে ঈশ্বর, আপনা উঠিবে জাগি?