বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ:
৪ জুলাই শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময়।
খুলনা-১ আসনের আওতাধীন দাকোপ ও বটিয়াঘাটা উপজেলার ৫, ৬ ও ৭ নম্বর ইউনিয়নে একাধিক পথসভা করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব আমির এজাজ খান।
এই পথসভাগুলোতে তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের সংগঠনকে আরও সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বক্তৃতায় তিনি বলেন, “দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের লক্ষ্য শুধু নির্বাচন নয়, একটি জনগণের সরকার প্রতিষ্ঠা।”
তিনি দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান—প্রত্যেকটি ইউনিয়নের ঘরে ঘরে গিয়ে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। জনসাধারণের সঙ্গে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক গড়ে তুলে তাদের আস্থা ও সমর্থন আদায় করতে হবে।
সভায় স্থানীয় প্রায় একহাজার এর বেশি মটর সাইকেল ও প্রাভেটকার ছিল অর্ধ শতাধিক এ নিয়ে নেতাকর্মীরা উপস্থিত থেকে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন এবং আগামী দিনের আন্দোলন ও নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।