দশ'ই মহুরম দিন টি হল আশুরা
চারিদিকে আনন্দের ফল্গুধারা,
এই দিনে সকল নবী পেল পরিত্রান
শুধু আত্মত্যাগী হলেন হুসাইন ইমাম।
মুসা নবী মুক্তি পেলেন মিশরের নীলনদে
ইউনূস নবী মুক্তি পেলেন মাছের পেট হতে,
ইব্রাহিম নবী মুক্তি পেলেন নম্রুদের হাত হতে
ইমাম হুসাইন রক্ত দিলেন কারবালার মাটিতে।
ফোরাত নদীর পানির ধারা কলকল করে বয়
এত পানি থাকা সত্বেও ইমাম হুসাইন দল তৃষ্ণার্ত রয়,
পানির জন্য ছটফট করে ইমাম হুসাইনের শিশু সন্তান
এজিদ বাহিনী নিষ্ঠুর হল
কেড়ে নিল শিশু পুত্রের জীবনখান।
সমগ্র বিশ্ব হতবাক নবী পরিবার আজ জব্দ
এজিদ বাহিনীর হাতে তাঁরা বন্দী আটক রোহিত,
খোদার কি ইশারা সকল নবী পেলেন পরিত্রাণ
শেষ নবীর বংসধর দিয়ে গেলেন রক্তদান।
ত্যাগের মহীমায় বিরত্বে গাঁথা এই তার পরিচয়
ওহে মুসলিম কাঁদো সবাই কাঁদো সবে নত হও,
উম্মতের তরে জীবন দিলেন শেষ নবীর নাতী
সকল উম্মতের রক্ষা করলেন এই তাঁদের নীতি।