আমার স্বপ্ন শুধু তোমাকে ঘিরে
ঘুরেফিরে আসে নিরালার নীড়ে,
চুপিচুপি কান পাতি যদি কিছু বল
প্রজাপতির রঙ দেব আসো যদি ফিরে।
চোখের পাতায় নামে তারা,
হৃদয় জুড়ে জোছনার ফোয়ারা,
একটুখানি তোমার ছোঁয়া পেলে
হৃদ মাঝার আনন্দে হবে মাতোয়ারা।
স্বপ্নে দেখি মায়াবী মুখটা শুধু,
মনে জমে রঙের আলোর ধারা,
তোমার ছায়া ভাসে মনাকাশে
ঘুমের রাজ্য ঘরে উবছে পড়া।
নির্বাক চাওয়া, নীরব ভাষা
সবটুকু মিশে যায় স্বপ্নের ঘোরে
স্বপ্ন যত কাছে আসে ততই তুমি
চলে যাও ধরা ছোঁয়ার বাহিরে।
তারপরও আমি স্বপ্ন বুনি,
ভোর যেন না হোক কভু,
স্বপ্ন ছায়ায় আমায় ঘিরে থাকো
তুমি যেন কখনো পড় না হও তবু।