সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগরে ওয়ারেন্টভূক্ত পলাতক দুই আসামীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
শনিবার (৫ জুলাই) দুপুর দেড়টার দিকে মধ্যনগর সদর ইউনিয়নের মধ্যনগর বাজার থেকে অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় ওয়ারেন্টভূক্ত পলাতক মালা আক্তার ও মোঃ টিটু নামের দুই আসামীকে গ্রেফতার করা হয়।
ধৃত আসামী মালা আক্তার মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের চান্দালীপাড়া গ্রামের আয়নাল হকের স্ত্রী। অপর আসামী মোঃ টিটু উপজেলার চামরদানী ইউনিয়নের টেপিরকোনার গ্রামের মোঃ আব্দুল গনি ওরফে মোঃ কাছা মিয়ার ছেলে।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিবুর রহমান জানান, গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।