মুন্সি শাহাব উদ্দীন, চট্টগ্রাম
সাতকানিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল এক যুবকের। নিহতের নাম সাদেক হোসেন (২৪)। ঘটনাটি ঘটে ৪ জুলাই রাত ১০.৩০ মিনিটের সময় সাতকানিয়া চরতি ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ঘোনা পাড়া এলাকায় । সে ঐ এলাকার আবুল হোসেনের পুত্র। চাষাবাদই তার একমাত্র পেশা বলে জানা যায়। স্থানীয়রা জানান, বেশকিছুদিন যাবৎ পাহাড়ী এলাকা হতে বনু হাতির একটি দল মানুষের বসতী এলাকায় চলে আসে এবং সেখানে উৎপাত করতে থাকে। নিহত সাদেক স্থানীয় দোকান হতে মালপত্র ক্রয় করে একা একা নিজ গৃহের দিকে রওনা হন। তখন সে একটি বন্য হাতির সামনে পড়ে। আর ঐ হাতি তাকে শুড় দিয়ে পেচিয়ে মাটিতে আছড়ে মারে। তাতেই গুরুতর আহত হন চাষাবাদকারী সাদেক। খবর পেয়ে লোকজন তাকে বাশঁখালী স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার কালেই সে ইহলোক ত্যাগ করেন। এমন মর্মান্তিক মৃত্যুতে এলকায় শোকের ছায়া নেমে এসেছে।