মোঃ রফিকুল ইসলাম টিটু, ধর্মপাশা প্রতিনিধি
সুনামগঞ্জ জেলার ধর্মপাশা ও মধ্যনগর উপজেলাসহ বিভিন্ন গ্রামে নীরবে ছড়িয়ে পড়েছে সর্বনাশা মাদক। স্থানীয়দের ধারণা, এখন প্রায় আশি ভাগ ঘরেই কোনো না কোনো ভাবে মাদকের ছোঁয়া লেগেছে। দিনের বেলা তাদের দেখা না গেলেও, রাত যেন মাদকসেবীদের এক উন্মুক্ত মঞ্চে পরিনত হয়েছে। আজকালের আলোর হাতে আসা কিছু ডকুমেন্ট অনুবাদ করে দেখা গেছে চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়া এবং মরিচ্যা বিজিবি ক্যাম্প হয়ে বড় বড় মাদকের চালান দেশে প্রবেশ করে। প্রশাসনের চোখ ফাঁকি দিতে পাচারকারীরা নতুন নতুন কৌশল অবলম্বন করে। কখনো পায়ের জুতায়, কখনো গোপন প্যাকেটে মাদক ঢুকিয়ে, আবার কখনো ভিন্ন পণ্যের আড়ালে মাদক ঢুকছে ঢাকায়। সেখান থেকে বদলের মাধ্যমে নেত্রকোনার প্রত্যন্ত অঞ্চলে এবং সুনামগঞ্জ জেলার জামালগন্জ থানা হয়ে মধ্যনগর উপজেলার সীমান্তবর্তী মহিষখলা বাজারসহ হাওরবেস্টিত গ্রামগুলোতে অনায়াসে প্রবেশ করছে এই মরণ নেশা। মাদক সেবনের অর্থ জোগাড় করতে গিয়ে গ্রামের কিছু যুবক চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের মতো অপরাধে জড়িয়ে পড়ছে। ধর্মপাশা উপজেলা সদর, আহমপুর, সেলবরষ,গাছতলা বাজারের পার্শ্ববর্তী গ্রাম ডুগনোই, কলাপাড়া,কাকিয়াম,গাবী শরিশ্যাম, মির্জাপুর,কাকুরা বাজার এলাকায় কিছু এজেন্টের মাধ্যমে মাদকের চালান আসছে এবং এগুলো স্থানীয় পর্যায়ে বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে স্থানীয় প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা। সেইসঙ্গে অভিভাবক ও স্থানীয় জনপ্রতিনিধিদের মাদকবিরোধী সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।