আকিক শাহরিয়ার, সুনামগঞ্জ
‘হাওর, নদী, সবুজ বাঁচলে আমরা বাঁচি’ প্রতিপাদ্য নিয়ে সুনামগঞ্জ হাওর ও নদী রক্ষা আন্দোলনের তিন মাস মেয়াদি আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ উপলক্ষে সভা অনুষ্ঠিত হয়।
কমিটিতে আহবায়ক হয়েছেন শাহ কামাল এবং সদস্য সচিব সুহেল মিয়া,যুগ্ম আহ্বায়ক মো. ওবায়দুল হক মিলন, মো. রাজু আহমেদ, অ্যাড. দীপঙ্কর বনিক সুজিত, ওবায়দুল মুন্সী, মোজাহিদুল ইসলাম মজনু এবং সাবিহা সুলতানা।
সদস্যগণ হলেন— মোশফিকুর রহমান স্বপন, ফজলে রাব্বি খান, মিজানুল হক সরকার, সুমন পাল, মুছিহুর রহমান জুনেদ, আব্দুল বাছির, জাকির হোসেন, কর্ণ বাবু দাশ, আকিব জাবেদ, শাহ মোশাহিদ আলম ফয়সল, ত্বাহা হোসাইন, মিজানুর রহমান, আরিফুল ইসলাম সরকার, মুন্না চৌধুরী, আশরাফ উদ্দিন হিল্লোল, দবির মিয়া, আনোয়ার হোসাইন, আহমেদ উসমান, কাইয়ূম আহমেদ, মো. মাইনুদ্দিন, তৈয়বুর রহমান, এমদাদুল হক মিলন, অ্যাড. জয়নাল আবেদীন।
নবনির্বাচিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান শামিমুল হাসান শামীম।
উক্ত সভায় জেলা বিভিন্ন উপজেলার সামাজিক সংগঠনের দক্ষ সংগঠক, সমাজকর্মী, স্বেচ্ছাসেবী সচেতন নাগরিক বৃন্দ উপস্থিত ছিলেন।