মোঃ সেলিম মোড়ল, ক্রাইম রিপোর্টার খুলনা জেলা
পাইকগাছা উপজেলার, রাডুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে জমির পরিবেশ পদ কে কেন্দ্র করে সংঘর্ষ সৃষ্টি হয়, দুই পক্ষের মারামারিতে গুরুতর ভাবে আহত হয়ে পাইকগাছা সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন, সাহিদা বেগম (৫০)প্রাথমিক চিকিৎসা নিয়েছেন শাহানারা (৪০)আহত সাহিদা বেগম ও তার পরিবার সাংবাদিকদের জানান দীর্ঘদিন ধরে জমির প্রবেশ পথ কে কেন্দ্র করে গ্যাঞ্জাম চলমান, বিরোধীপক্ষ দাবি করেন জমির মাঝখান দিয়ে তাদের প্রবেশ পথ তৈরি করার, কিন্তু সাহিদা ও তার পরিবার বিষয়টি আপত্তি জানান এবং তারা বলেন রাস্তাটি হবে এক সাইড দিয়ে কিন্তু তারা মেনে না নেওয়ায় স্থানীয় পুলিশ ক্যাম্পে অভিযোগ করেন বিষয়টি নিষ্পত্তিবার আগে হঠাৎ করে সাইফুল, সালাম সামাদ ও মতি মাস্টার, ৪/৬/২০২৫রোজ শুক্রবার সময় আনুমানিক ৫.৩০মিনিটে সাহিদা ও সাহানার উপরে আক্রমণ করেন, এবং তাদের ঘর ভেঙে ফেলেন। সাইদাও তার পরিবারের দাবি সুস্থ তদন্তের মাধ্যমে দিয়ে তারা যেন ন্যায় বিচার পান।