খুলনার প্রাণ কেন্দ্রে ইকবাল নগর বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে ৩৬ আয়েশা কটেজ এ ৬ জুলাই, রোজ রবিবার সকাল ১০ ঘটিকায় প্রতিষ্ঠানের সকল শিক্ষক বৃন্দদের নিয়ে প্রতিষ্ঠানের সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা সবার আয়োজন করা হয়।
একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাসের স্বাগত বক্তব্য দিয়ে কার্যক্রম শুরু হয়। আলোচনার বিষয়াবলী ছিলো শিক্ষার্থীদের সিলেবাসের বিষয়বস্তু ছাড়া বাড়তি প্রশিক্ষণ দিয়ে দক্ষ তৈরি করা। এবং শিক্ষার্থীদের সফলতার ধারাবাহিকতা বজায় রাখা। এ সময় সকল শিক্ষকগণ তাদের স্ব-স্ব স্থান থেকে অভিমত ব্যক্ত করেন। সকলের সিদ্ধান্তের ওপর নির্ভর করে প্রতিষ্ঠাতা পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস ঘোষণা দেন খুলনা আর্ট একাডেমির বর্তমান সাম্প্রতিক যে সুনাম অর্জন করেছে তা হলো খুলনা আর্ট একাডেমির চারুকলা ভর্তি কোচিং এর ২০১৫ সালের ষষ্ঠ ব্যাচের শিক্ষার্থী সুস্মিতা মন্ডল খুলনা বিশ্ববিদ্যালয় থেকে চারুকলার উপরে অনার্স মাস্টার্স সম্পন্ন করে ১৮তম নিবন্ধনে সাফল্য অর্জন করেন এবং খুলনা বিদ্রোহী নজরুল একাডেমি আয়োজিত গুণী সংবর্ধনা ২০ জুন, ২০২৫ ইং তারিখে চিত্রশিল্পী হিসেবে সম্মাননা স্মারক গ্রহণ করায় খুলনা একাডেমির পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান। সুস্মিতা ক্লাস নাইন থেকে পিতাকে হারিয়ে জীবনের সাথে সংগ্রাম করে তার সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য আমরা আনন্দিত।আবার খুলনা আর্ট একাডেমির হ্যান্ডরাইটিং শিক্ষক ধনঞ্জয় রায় শিশুদের নিয়ে নিত্যনতুন সৃজনশীল শিক্ষার মাধ্যমে শিক্ষা দিয়ে থাকেন।তাই শিশুপ্রেমি হিসেবে গুণীজন সম্মাননা অর্জন করেন একই মঞ্চ থেকে। এই দুজনের প্রাপ্তিতে আজকের সভা থেকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস খুলনা বাসীর জন্য কিছু একটা করতে চান শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে। তা হলো আগামী ৭ জুলাই থেকে ১৩ জুলাই ২০২৫ পর্যন্ত খুলনা আর্ট একাডেমিতে ছবি আঁকা, আবৃত্তি,সংগীত, নৃত্য ও হাতের লেখা সকল বিভাগে ভর্তি হবে তাদের ভর্তি ফি ফ্রি ঘোষণা করেন।খুলনা আর্ট একাডেমির সাংস্কৃতিক বিভাগকে উন্নতি করনে প্রবৃদ্ধিকরণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ধনঞ্জয় রায়,শিলা বিশ্বাস,অনামিকা সাহা তিন্নি, পাপড়ি আক্তার, শর্মী দেবনাথ,ঋতু মন্ডল ও মোহনা আক্তার বিভা।এতে সকল শিক্ষকগণ অত্যন্ত খুশি হয়েছেন। এই ঘোষণার মাধ্যমে উপস্থিত সকলকে চিত্রশিল্পী মিলন বিশ্বাস বলেন আমি বরিশাল থেকে খুলনায় এসে সাংস্কৃতিক অঙ্গনকে সুষ্ঠু সুন্দর কিছু দেওয়ার চেষ্টা করছি।আপনাদের স্ব -স্ব স্থান থেকে যে যে বিভাগের দায়িত্বে রয়েছেন আপনাদের নিজ দায়িত্বে এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে সুনাম অর্জন করার চেষ্টা করবেন। আপনাদের সকলের কাছ থেকে আমি এমনটাই প্রত্যাশা করি। এই বলে সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভাটি সম্পন্ন করেন।