বিশ্বজিৎ চক্রবর্তী
টাঙ্গাইল জেলা প্রতিনিধি
টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলায় শিক্ষাবার্তা পাঠক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। এতে সহকারী অধ্যাপক কে.এম শামীমকে সভাপতি এবং মাহবুব রেজা সরকার আতিককে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শনিবার (০৫ জুলাই) বিকাল ৪ টায় গোপালপুর শিক্ষাবার্তার নিজস্ব কার্যালয়ে ২১ সদস্যবিশিষ্ট এই কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।
নবগঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন: সহ- সভাপতি মোঃ মশিউর রহমান, সহ-সভাপতি বিশ্বজিৎ চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্যাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শাহীন সরকার, দপ্তর সম্পাদক মোঃ মনিরুজ্জামান, প্রচার সম্পাদক মোঃ ওয়াহেদ আলী, শিক্ষা সম্পাদক মো: সাইফুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মো: ইকবাল, কালচারাল সম্পাদক মোঃ আব্দুর রশিদ, নির্বাহী সদস্য মোঃ অটল শরিয়ত উল্লাহ, আনজু আনোয়ারা ময়না, মোহাম্মদ আলমগীর হোসেন, মোঃ শাহানুর আহম্মেদ সোহাগ, মো: আশরাফ আলী, হাজ্বী মোঃ বোরহান উদ্দিন, মো: আব্দুর রউফ, মো: আইয়ুব আলী ।
উল্লেখ্য “শিক্ষাবার্তা পাঠক ফোরাম” একটি শিক্ষাভিত্তিক সংগঠন বা প্ল্যাটফর্ম, যার মূল লক্ষ্য হলো শিক্ষা সংশ্লিষ্ট পাঠকদের মধ্যে সচেতনতা, আলোচনা, পাঠচক্র ও মতবিনিময়ের একটি পরিশীলিত পরিবেশ তৈরি করা। এই ফোরামের মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষা অনুরাগীরা একত্রিত হয়ে শিক্ষা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে চিন্তা-ভাবনা ও উন্নয়নমুখী কাজ করা। শিক্ষাবার্তা পাঠক ফোরাম শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা, এটি শুধু পরিবেশ সুরক্ষার জন্যই নয়, শিক্ষার্থীদের পরিবেশ সচেতনতা গড়ে তোলার দিকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।
গোপালপুরে শিক্ষাবার্তা পাঠক ফোরামের এই নবগঠিত কমিটি শিক্ষাক্ষেত্রের পাশাপাশি সামাজিক-মানবিক ও সাংস্কৃতিক অঙ্গনেও বিশেষ অবদান রেখে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে উপস্থিত সকলেই আশাবাদ ব্যক্ত করেন।