জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
বৃক্ষ লাগালে বাচবে প্রাণ বৃক্ষ রোপণ হও আগুয়ান এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার কতৃক আয়োজিত ৬ জুলাই বিকাল ৩ টায় জগন্নাথপুর পৌর প্রাঙ্গনে জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বৃক্ষরোপণের সবুজ সাথী ৩ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়, জগন্নাথপুর উপজেলা স্টুডেন্টস কেয়ার এর সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের পরিচালনায়। সবুজ সাথী ৩ - ২০২৫ উপজেলার লোকজনের
মধ্যে প্রায় ৭ শত বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়েছে। প্রধান অতিথি জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ গাছ
বিতরণ করেন।
প্রধান অতিথি বলেন বৃক্ষ আমাদের অক্সিজেন দেয়, বৃক্ষ থেকে অনেক ঔষধ তৈরি হয়, বৃক্ষ আমাদের সব কাজে লাগে, বেশি বেশি করে বৃক্ষরোপন করতে হবে, প্রতিটি বাড়ির আঙিনায় রাস্তাঘাটে বৃক্ষরোপণ করা জরুরি, বৃক্ষ আমাদের ছায়া দেয় চার দিকে বৃক্ষকে মেরে পেলা হচ্চে, আমাদের সবাই রক্ষা করতে হবে, এইসব আয়োজনে সামাজিক সংগঠন স্টুডেন্টস কেয়ার বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়ায় সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সামাজিক কাজে সব সময় এগিয়ে আসব,
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার বরকত উল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন সিলেট বিভাগের পরিবেশ প্রেমী বৃক্ষবন্ধু শাহ সিকান্দর আহমেদ শাকির,। সিলেট বিভাগের কর্ণদার চৈতন্য প্রকাশনীর প্রকাশক জাহিদুল হক রাজিব চৌধুরী।
জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও জগন্নাথপুর আদর্শ মহিলা কলেজের পরিচালক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল। জগন্নাথপুর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন,। জগন্নাথপুর ইয়াংস্টারের সভাপতি মামুনুর রশীদ মামুন।
প্রথম আলো বন্ধুসভা এমসি কলেজ শাখার সভাপতি সুমন মিয়া। স্টুডেন্টস কেয়ার এর সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য মাছুম আহমেদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্টুডেন্টস কেয়ারের সহ সভাপতি আমিনুর রহমান হিমেল। সাহিত্য বিষয়ক সম্পাদক ইমাম হোসাইন শিহাব, সাংগঠনিক সম্পাদক জিকরুল মিয়া। প্রচার সম্পাদক রুমন আহমদ ভুঁইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুম আহমেদ,
প্রমুখ।