কলমেঃ উম্মে কুলসুম খন্দকার
জীবনের এ কোন পথে আজ আমি,
চেনা মানুষগুলোও চুপ হয়ে গেছে।
যারা ছিল পাশে, ছিল বলে ভেবেছি,
আজ তারা নিঃশব্দে দূরে সরে গেছে।
ভেবেছিলাম জীবন হবে সহজ সরল,
কিন্তু প্রতিটি মোড়ে লুকানো পরীক্ষা।
হাসির আড়ালে কান্না লুকাতে লুকাতে,
নিজেকে খুঁজে পাই এক ভাঙা আয়নায়।
বন্ধুরা ব্যস্ত, আপনজন সময়ের অভাবে,
ভিড়ের মাঝে আজ আমি একা পথিক।
চাওয়া-পাওয়ার খেলায় হারিয়ে যাওয়া আমি,
নিজের কাছেই আজ প্রশ্নবিদ্ধ ও অস্পষ্টিক।
দিন যায়, রাত আসে—চক্র ঘোরে বুকে,
কিন্তু মনে হয় কোথাও থেমে আছি চুপে।
চোখে ঘুম নেই, মনে শান্তি নেই,
সবই আছে পাশে, কিন্তু কিছুই যেন নেই।
তবু হাল ছাড়িনি, পথ চলছে চলুক,
এই আঁধারের পরেও হয়তো আসবে ভোর।
জীবন যেমনই হোক, আমারই গল্প,
তাই লড়ে যাবো, যতদিন আছে মনজোর।