বিশেষ প্রতিনিধি খুলনা বিভাগ
বটিয়াঘাটা (খুলনা), ৬ জুলাই ২০২৫:
বটিয়াঘাটা উপজেলার ভান্ডারকোট ইউনিয়নের অন্তর্গত লক্ষ্মীখোলা গ্রামের সম্মানিত প্রবীণ মোঃ আহাদ শেখের পিতা গতকাল ০৫/০৭/২০২৫ তারি রাত ১০টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৫৩ বছর।
আজ জোহরের নামাজের পর জানাজা অনুষ্ঠিত হয় নিজ গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মাঠে। জানাজায় এলাকার শত শত মানুষ উপস্থিত ছিলেন। মরহুমের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর খুলনা জেলা ও বটিয়াঘাটা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
জানাজায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বটিয়াঘাটা উপজেলার আমির ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ০১ আসনের সংসদ সদস্য (এমপি) প্রার্থী মাওলানা মোঃ শেখ আবু ইউসুফ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন ভান্ডারকোট ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মোঃ নাইম মোল্লা, জামাতের কর্মী হাফেজ মাওলানা মোঃ হেলাল উদ্দিন শেখ,২ নং ওয়ার্ড জামাতের সভাপতি মোঃ রেজাউল শেখ, ১ নং ওয়ার্ড জামাতের সভাপতি মোঃ খোকন শেখ,আরো উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
মরহুম একজন ধর্মভীরু, সৎ ও সমাজসেবী ব্যক্তি হিসেবে এলাকাবাসীর কাছে সুপরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং শোকাহত পরিবারকে এই শোক সইবার শক্তি দান করুন – আমিন।