লেখকঃ ইঞ্জিঃ মোঃ সিরাজুল ইসলাম
মিয়ানমারের প্রায় ৮ জন প্লেয়ার ডি-বক্সের ভিতর দণ্ডায়মান, নিমিষেই বা পায়ের মাপা শটে ‘মেসির’ মত বল পাঠিয়ে দিলেন গোল পোস্টের জালে! ঋতুপর্ণা যেন বাংলাদেশের একজন আর্জেন্টিনার ফুটবলার মেসি!
সারা স্টেডিয়ামে এমন আলোচনা পরোক্ষ করেছেন সাংবাদিকরা!
গতকাল স্বাগতিক মিয়ানমার কে ঋতুপর্ণার দুই গোলেই ঠকিয়ে এশিয়া কাপের চূড়ান্ত পর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী ফুটবল দল!
উল্লেখ্য, বাংলাদেশের টাইগাররা যখন ফুটবল ও ক্রিকেটে ফ্লপ করে চিৎপটাং তখন একটার পর একটা সফলতা নিয়ে আসছে বাংলাদেশের TIGRESS রা! অনেকদিন ধরে ওদের টাইগ্রেস না বলে টাইগার/ লায়ন ডাকছি আর্টিকেল লেখার সময়!
প্রিয় পাঠক, আগামী বছর হবে বিশ্বকাপ বাছাইপর্ব অস্ট্রেলিয়ায়! বারো দলের এই ম্যাচে থাকবে বাংলাদেশ স্বাগতিক অস্ট্রেলিয়া জাপান দক্ষিণ কোরিয়া চীন ইত্যাদি সহ আরো আট-দল ! বারো দলের ছয় দল কোয়ালিফাই করবে আগামী বিশ্বকাপের জন্য!
অভিনন্দন ও দোয়া বাংলাদেশ নারী ফুটবল দলের জন্য! আপনাদের ও দোয়া/প্রার্থনা কাম্য !
প্রিয় পাঠক, দক্ষিণ এশিয়ার সেরা ফুটবল প্লেয়ার “ঋতুপর্ণা”! তিনি কাউখালি উপজেলার মেয়ে, বাবা মার চতুর্থ সন্তান! তার নামটা দিয়েছিলেন তার জেঠিমা নিজ ভাইর মেয়েকে! কেন এই নামটা তিনি দিলেন? তার জেঠিমা দারুন পাগল ছিলেন ভারতের নায়িকা “ঋতুপর্ণার”! ঋতুপর্ণার সব ছবি তিনি দেখতেন! ভাইঝি কে নায়িকা বানাবেন তার শখ ছিলো! কিন্তু অভিনয় করা হলো না কাউখালীর ” “ঋতুপর্ণার”! তিনি তৃতীয় শ্রেনীতেই স্কুলে ফুটবলে সুনাম কুড়ান! সেটা ছিলো ২০১২ সাল এবং স্হান ছিলো রাঙামাটি মাঠ! ২০২৫ সালে ঢাকায় বিকেএসপিতে ভর্তি করান সেই জেঠু! তিনি বাংলাদেশ নারী ফুটবল কে জয় এনে দিয়েছেন ২০২৪ সাফ গেমসে! ৫’৪” লম্বা ঋতুপর্ণার বড় গুন তার বাম পায়ের শক্তি ! তার জীবনের সব চেয়ে কষ্ট তার ছোট ভাইয়ের মৃত্যু!
ভালো থাকেন সুস্থ থাকেন নিজ দেশকে ভালোবাসেন।