স্বামী যদি ভালো হয়
স্বামী যদি ভালো হয়,
বউ হবে ভালো।
বই ভালো হলে তবে,
স্বামী হবে ভালো।
স্বামীর কথা বউয়ের কথা,
যদি এক হয়।
বউ আর স্বামীর মাঝে,
সুখের কথা কয়।
স্বামীর যত দুঃখ আছে,
বউ নেয় তা কেড়ে।
বউয়ের মাঝে সুখ গুলো সব
স্বামীকে দেয় ছেড়ে।
বউয়ের হাসি খুশি দেখে,
স্বামীর মনটা ভালো।
বউকে ভালো বাসে স্বামী,
হোক না সে কালো।
সংসার নিয়ে ব্যস্ত থাকে,
বউটা বড় লক্ষ্মী।
বিচলিত হয় না কভু বউ,
স্বামী তাঁর স্বাক্ষী।
বিপদ আপদ আসলে বউ,
ধৈর্য ধারণ করে।
বুদ্ধি দিয়ে সাহস দিয়ে,
মোকাবিলা বউ করে।
বারতি চাহিদা গুলো বউ,
কমাডে থাকে।
সংসারে আয় স্বামী কে,
হাতছানি দিয়ে ডাকে।
স্বামী যতই কুৎসিত হউক,
বউ হয় যদি ভালো।
সেই ঘরেতে স্বর্গ সুখ,
জ্বলে চাঁদের আলো।
বউ ভালো হলে তবে,
সংসার হয় ভালো।
বউ ভালো স্বামী ভালো,
আরও ভালো স্বজন।
বউ স্বামী সংসার নিয়ে,
এই তো হলো জীবন।
স্বপ্ন দেখে জীবন গড়ি,
সুখের স্বর্গে এমন।
স্বামী যদি ভালো হয়,
বউ হবে ভালো।
বউ যদি ভালো হয়,
স্বামী হবে ভালো।
মায়ের মনের কষ্ট গুলো
মায়ের মনের
কষ্টগুলো কেউ
বুঝতে পারে না,
মা জননীর কষ্ট,
কাউকে বলে না।
মা জননী
কষ্ট করে
সন্তান লালন পালন করে,
সন্তান বড় হয়ে
মা’কে ছেড়ে যায়,
অনেক দুরে সরে।
সন্তানের অসুখ
হলে মা
কত কিছু করে।
সেবা যত্ন
আদর সোহাগ
সবে মা করে।
কালো হউক,
কুৎসিত হউক,
মা ভালোবাসে
সেই মা’কে,
কেমন করে
সন্তান ঘৃণা করে
মায়ের কাছে
সন্তান কভু
বড় হয় না।
মায়ের মনের,
কষ্ট গুলো মা
হৃদয়ে চাপা রাখে।
মা তবুও সন্তান কে
তার আপন
কাছে ডাকে।
সন্তান কেমন আছে,
জানতে চায় মা।
অন্য কিছু
সন্তানের কাছে,
মা চায় না।
মা জননী
সব সময় চায়
সন্তান ভালো থাকুক,
বউ সন্তান সংসার
নিয়ে সুখের
জীবন গড়ুক।
লেখা পড়া শিখে
সন্তান অনেক
বড় হয়
কর্ম কাজে
ব্যস্ত থাকে
মায়ের খোঁজ
না লয়।
তবুও মা
সন্তানের তরে,
দোয়া আশিবাদ করে।
টাকা পয়সা না থাকিলে
টাকা পয়সা না থাকিলে,
সমাজে তার দাম নাই।
এই সমাজে উনিই দামী,
অনেক টাকা আছে তাই।
দামী পোশাক দামী গাড়ি,
বহুতল ভবন ইমারত।
অনায়সে তা করে ব্যবহার,
দিতে হয় না খেসারত।
টাকা দিয়ে সমাজে সে,
শির উঁচিয়ে চলে।
ইচ্ছে মত অন্যায়গুলো,
ন্যায় সঠিক ব’লে।
টাকার গরম সমাজে সে,
সেবক নিজে সাজে।
সত্য কথা বলতে গেলে,
সমাজে সে বাজে।
অনাচার আর ব্যবিচারে সে,
দারুন পাকা খেলোয়াড়।
টাকা দিয়ে গুন্ডা পোষে,
বল্লে তা, ধরে তলোয়ার।
টাকা দিয়ে হয় সবে,
হয় নারী দামী গাড়ি।
টাকা দিয়ে হয় আবার,
হরেক ডিজাইনের বাড়ি।
টাকায় ঘুরে দেশ বিদেশে,
অভিলাষী জীবন।
টাকায় ঘুরে বিনোদন আর,
গোটা বিশ্ব ভূবণ।
টাকা ছাড়া কেউ দেখে না,
তোমার বিপদ আপদ।
টাকা নাই দুর্বিষহ কঠিন,
তোমার জীবন যাপন।
টাকার কাছে সত্যের শক্তি,
অনেক খানি দুর্বল।
টাকার দ্বারা দুর্বল মিথ্যা,
হয়ে যায় খুব সবল।
টাকা থাকলে সমাজে সে,
মান্য গন্য ব্যক্তি।
টাকা নাই এই সমাজে,
সে জঘন্য ব্যক্তি।
টাকা থাকলে নেতা বনে,
সবাই তারে চেনে।
টাকার জোরে সব খানেতে,
তারে নেয় মেনে।
এই দুনিয়া টাকার গোলাম,
টাকার কাছে নত।
টাকার কাছে পার পেয়ে যায়
অপকর্ম সকল যত।
মা যে আমার লক্ষ্মী মণি
মা যে আমার লক্ষ্মী মনি,
আমায় বাসেন ভালো।
আদর সোহাগ দেয় যে মা,
হই না যতই আমি কালো।
স্নেহ মমতা দেয় কতো,
বুকে চেপে ধরে।
দোলে দোলে ঘুম পাড়ায় মা,
মিষ্টি আদর করে।
মুখে খাবার তুলে দেয় মা,
ছোট ছোট নলা বেঁধে।
একটা নলা নাও না বাবা,
এবার সব দেব রেখে।
চাঁদের বুড়ীর গল্প শোনায়
মা, কাছে টেনে নিয়ে।
কৌতুহল ভরে মায়ের গল্প,
শোনে মনোযোগ দিয়ে।
ধৈর্য ধারণ করে অনেক,
সময় সন্তান কে দেয় মা।
মায়ের মতন ধৈর্য ধারণ,
এ জগতে কেউ করে না।