সিলেট প্রতিনিধি:
সামাজিক উন্নয়নের দৃঢ় প্রত্যয়ে ঘোষ গ্রামে গড়ে উঠেছে “আল-ইহসান ওয়েলফেয়ার সোসাইটি” নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কেউ দিচ্ছেন অর্থ, কেউ দিচ্ছেন শ্রম—ঘোষ গ্রামে উন্নয়নের নতুন ধারা” গ্রামের ছাত্র, শিক্ষক, প্রবাসীসহ সচেতন নাগরিকদের সক্রিয় অংশগ্রহণে পরিচালিত এই সংগঠনের মূল লক্ষ্য—ঘোষ গ্রামকে একটি আদর্শ ও মডেল গ্রামে রূপান্তরিত করা। যেখানে থাকবে উন্নয়ন, মানবতা ও সচেতনতার ছাপ।
ঘোষ গ্রামে গড়ে উঠা স্বপ্নবাহী সংগঠন সম্প্রতি” সংগঠনের সদস্য ও গ্রামের প্রবাসীদের অর্থায়নে শুরু করেছে গ্রামের রাস্তা মেরামতের কাজ। তবে শুধু অর্থ দিয়ে নয়—সংগঠনের সদস্যরা নিজেরা কাঁধে করে বালুর বস্তা বহন করে, ঘাম ঝরিয়ে সেচ্ছাশ্রমে কাজ করছেন। এই দৃশ্য দেখে উৎসাহিত হয়েছেন অনেক গ্রামবাসী। অনেকেই এখন স্বতঃস্ফূর্তভাবে তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন।
সংগঠনটি ইতোমধ্যেই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন সহযোগিতা নিয়ে। ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, শিক্ষা উন্নয়নের মাধ্যমে গ্রামকে মডেল করা।
সংগঠনের এক সদস্য জানান,
“আমরা চাই ঘোষ গ্রাম হোক এমন একটি গ্রাম, যেটা অন্য গ্রামের জন্য অনুকরণীয় হবে। এটা আমাদের ভালোবাসা, দায়িত্ব এবং স্বপ্ন।”
ঘোষ গ্রামে এমন আত্মনিবেদিত সমাজকর্মীদের পদচারণা নিঃসন্দেহে আশার আলো দেখায়—যেখানে একদিন প্রতিটি রাস্তা হবে মজবুত, প্রতিটি হৃদয় হবে মানবিক,এবং প্রতিটি মানুষ হবে শিক্ষিত ও মার্জিত।