সুখ সাম্পান
সুউচ্চ প্রাচীরে নির্মিত ভালোবাসার দেয়াল
তোমার উষ্ণ আলিঙ্গনে
সুখের সামিয়ানায় ঘেরা জীবনের আকাশ
রাতের জোসনায় আনন্দের মাতম।
আমাদের সংসারে বিরহের বিদায়ে
বসন্ত বাতাসে পালিয়েছে গ্রীষ্ম বর্ষার দিন
বোশেখের আগমনী দিনে
সুখেরা উড়িয়েছে নতুনের কেতন।
ভালোবাসার প্রেমকাননে সুখ বৃক্ষের সোনালি যৌবন
আকাশের গা ভেজা মেঘ এসে
সুখ স্নানে ভাসিয়ে নিয়ে যায় বিরহের সকল সময়
কলমি ফুল নদীতে ভাসে আমাদের ভালোবাসার সুখ সাম্পান।
সুখ
তোমাকে খুঁজি
গ্রামের সম্ভবনায়
শহরের অফিস পাড়ায়
দিন রাতের সব সময়ে।
তোমার খুঁজি
মা-বাবার সেবায়
গুরুজনের শ্রদ্ধায়
ছোট্ট সোনামণিদের স্নেহে।
তোমাকে খুঁজি
বর্ষার বৃষ্টিতে
সমুদ্র সৌকতে
পাখির মধুর কূজনে।
প্রজাপতি মন
নৈঃশব্দ্যের হাজারো ছবি মনের ক্যানভাসে
কাছের বাতাসে ভেসে আসে অসহায়ের আর্তনাদ
অন্যায় আক্রমনে কেড়ে নিচ্ছে বাঁচার অধিকার
বোমারু বিমানে আচ্ছাদিত আকাশে উড়ে না শান্তির বলাকা
ভুল মানুষের পদভারে আসে না সুখের সময়।
সুস্থ- সোজা পথে তৈরী হচ্ছে কঠিন মরন ফাঁদ
স্বপ্ন দেখা ঘরে চিল শকুনেরা কেড়ে নিচ্ছে ঘুমন্ত মানুষের প্রাণ
ভালোবাসাহীন বেঁচে থাকা প্রাণে
অবাধ বিচরণে বেড়ে ওঠে না প্রজাপতি মন।
জলজ প্রেম
আকাশের মেঘে এসেছে বর্ষার সু সময়ের দিন
রোদ বিদায়ে ভেজা উৎসবে মেতেছে প্রকৃতি
টিপটিপ বৃষ্টিতে ভিজে যাচ্ছে সবুজ পাতার শরীর
ঘাস ফুলের বিছানায় উড়ে যাচ্ছে প্রজাপতি মন
তোমার খোঁপা খোলা চুলের সুবাসিত সৌরভে বিষাদ গিয়েছে দূরে
জানালায় ভেসে আসা মেঘ বাতাসের সুখে মেতেছে মন
টুইটম্বুর জলের স্রোতের নদী আর সমুদ্রের মিলনে মনে জেগেছে জলজ প্রেম।