কলমেঃ হাফিজুল ইসলাম
কুরআন কী জানো হে
আদম সন্তান?
রব কে চেনার আয়না হলো
পবিত্র কুরআন।
জীবনের প্রতিটি পথে নুর ছড়াও
রবের ডাকে সদা সাড়া দাও,
কুরআনের আলোয় নিজেকে সাজাও
চির শান্তির ঘরে স্থান করে নাও।
রবের সন্তুষ্টি হৃদয়ে বেঁধে নাও
জীবন কে ইবাদতে সাজাও,
পুণ্যের পথে দীপ্ত পা বাড়াও
হেদায়েতের ডালায় নিজেকে তুলে দাও।
কুরআন পড় বুঝো
হৃদয়ে লিপিবদ্ধ করো,
এই কুরআনের শিক্ষায়
দুনিয়া ও আখিরাত গড়ো