প্রিন্ট এর তারিখঃ জুলাই ১২, ২০২৫, ৩:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৯, ২০২৫, ৭:১৯ এ.এম
কবিতাঃ মেঘ বালিকা
মোঃ লিটন হাসান জয়
আমি যখন তারা ছিলাম
খেলতে যেতাম মেঘের দলে,
রোজ বিকেলে পাশে থাকতাম
মেঘের ও অনুকূলে।
শ্রাবণ মাসের একলা দুপুর
মেঘবালিকা বল্লো হেসে,
আকাশ পানে চেয়ে দেখি
কতো স্বপ্ন ভাসে।
মেঘের আড়ালে ছিলে তুমি
সোনায় মোড়ানো মেঘ হরিণী,
এদিক ওদিক ছুটে বেড়াই
কিশোর বেলার সেই রানী।
বৃষ্টি বলে ডাকে আমায়
মিলিয়ে অই মেঘের কূলে,
আমি কেবল বসে রইলাম
ডাকবে আমায় মেঘের দলে।
যাও ফিরে যাও মেঘবালিকা
আমায় নিয়ে যাও,
এক পৃথিবী লিখবো আমি
মেঘবালিকা একটু ফিরে চাও।
উপদেষ্টা: ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ। সম্পাদক ও প্রকাশক: আহমেদ হোসাইন ছানু। সাহিত্য সম্পাদক: মোঃ রহমত আলী। প্রধান বার্তা সম্পাদক: ফাহমিদা খান উর্মি। অফিসঃ বিপিএল ভবন, আরামবাগ,মতিঝিল,ঢাকা-১০০০, হোয়াটসঅ্যাপ ০১৭১৫-৯০৭২২১ , ইমেইল:ajkaleralo@gmail.com