কবিতাঃ সবুজের গান
Coder Boss
-
Update Time :
বুধবার, ৯ জুলাই, ২০২৫
-
৪৬
Time View

কলমেঃ ডক্টর মোঃ বদরুল আলম সোহাগ
আমি সবুজের মাঝে বাচি,
দিগন্ত জোড়া ঘাসে আমার শ্বাস,
পাতার ফাঁকে রোদ ঝরে শুভ্র
তাতেই জেগে ওঠে বিশ্বাস।
সবুজে বুনি আমি সুর,
বটের ছায়ায় স্বপ্নপুর,
তরুলতায় ভোরের কুয়াশা,
বিষাদের মাঝে বাঁধে আশা।
পৃথিবী হউক সবুজময়,
ঝরে পড়ুক কৃত্রিম ভয়,
ধুলো ধোঁয়া ভাসুক দূরে
সবুজ থাকুক সঙ্গী সুরে।
আমি বৃষ্টি, আমি অরণ্য,
আমার হৃদয় মাটির গন্ধ,
আমি গাই সবুজের কথা
জীবন হোক প্রার্থনার বৃন্দ।
Please Share This Post in Your Social Media
More News Of This Category